বিশেষ ক্ষমতা আইন ব্যবহার করে “মিস আর্থ” খ্যাত মেঘনা আলমকে আটক করে কারাগারে পাঠানোয় গভীর উদ্বেগ জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।
শুক্রবার (১১ এপ্রিল) সংস্থাটির দক্ষিণ এশিয়া আঞ্চলিক অফিস তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে উদ্বেগ প্রকাশ করে জানায়, এই কালো আইন বহু বছর ধরে বিচারিক তত্ত্বাবধান ছাড়াই মানুষকে আটকের জন্য ব্যবহার করা হচ্ছে, যা আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ডের পরিপন্থী।
পোস্টে বলা হয়, “মেঘনা আলমকে গোপনে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে কোনো গ্রেপ্তারি পরোয়ানা ছিল না বলেও অভিযোগ রয়েছে। এটি প্রক্রিয়াগত সুরক্ষার গুরুতর লঙ্ঘন। সংস্থাটি জোর দিয়ে বলেছে, মেঘনার বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে স্বীকৃত অপরাধ প্রমাণ করা না গেলে তাকে অবিলম্বে মুক্তি দিতে হবে।”
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এ ঘটনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের কর্তৃপক্ষের প্রতি বিশেষ ক্ষমতা আইন বাতিল এবং এই আইনের অপব্যবহার বন্ধের আহ্বান জানিয়েছে।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাত ১০টার দিকে বিশেষ ক্ষমতা আইনে মেঘনা আলমকে ৩০ দিনের জন্য আটকাদেশ দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত।