Ridge Bangla

প্রস্তুত কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ

দেশের ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল ফিতরের ১৯৮ তম ঈদের জামাত অনুষ্ঠিত হতে যাচ্ছে সকাল ১০টায়। এবারের ঈদে নিরাপত্তা নিশ্চিত করতে নেয়া হয়েছে পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা, সাথে থাকবে পাঁচ প্লাটুন বিজিবি সদস্য। উক্ত জামাতে ইমামতি করবেন মুফতি আবুল খায়ের মুহাম্মদ ছাইফুল্লাহ, এবং বিকল্প ইমাম হিসেবে থাকবেন জোবায়ের ইবনে আব্দুল হাই।

শনিবার (২৯ মার্চ) দুপুরে শোলাকিয়া ঈদগাহ মাঠ পরিচালনা কমিটির সভাপতি ও কিশোরগঞ্জের জেলা প্রশাসক ফৌজিয়া খান এবং পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী শোলাকিয়া মাঠের প্রস্তুতি নিয়ে সাংবাদিকদের ব্রিফিং করেন।

শোলাকিয়া ঈদগাহ পরিচালনা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক ফৌজিয়া খান জানান, সারা দেশ এবং বিদেশ থেকে আগত ধর্মপ্রাণ মুসল্লিরা ঈদের নামাজের জন্য আসেন। অনেকেই এক-দুই দিন আগেই চলে আসেন। তাদের জন্য তিনটি পৃথক স্থানে থাকার ব্যবস্থা করা হয়েছে, এবং বিনামূল্যে ইফতার ও খাবারের ব্যবস্থা করা হয়েছে।

তিনি আরও বলেন, সবাই যাতে নির্বিঘ্নে ঈদের নামাজ আদায় করতে পারেন সেজন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিভিন্ন পয়েন্টে সুপেয় পানির ব্যবস্থা করা হয়েছে। ওয়াচ-টাওয়ার ও মাঠের আশপাশে পর্যাপ্ত পরিমাণে সিসিটিভি স্থাপন করা হয়েছে যেন নিরাপত্তা বিঘ্নিত না হয়। পর্যাপ্ত পরিমাণে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, র‍্যাব, আনসারসহ নির্বাহী ম্যাজিস্ট্রেটরা দায়িত্ব পালন করবেন। এছাড়া ফায়ার সার্ভিসসহ নিরাপত্তা রক্ষায় প্রশাসন কার্যকর ভূমিকা পালন করবে।

আরো পড়ুন