Ridge Bangla

ধান খেয়েছে ছাগল: সংঘর্ষে নিহত কৃষক, আহত ১৮

নেত্রকোনার মদন উপজেলায় ছাগলে ধান খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ইমাম হোসেন (৩৮) নামে এক কৃষক নিহত হয়েছেন এবং নারীসহ অন্তত ১৮ জন আহত হয়েছেন।

শনিবার (১২ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার নায়েকপুর ইউনিয়নের আখাশ্রী গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, আখাশ্রী গ্রামের কৃষক সোনাতন মিয়ার বোরোক্ষেতে ধান খাওয়াকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। অভিযোগ অনুযায়ী, একই গ্রামের আকবর মিয়ার ছাগল ওই ক্ষেতে ঢুকে ধান খেতে শুরু করে। বিষয়টি নিয়ে বিকেলে সোনাতন ও আকবরের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষে গুরুতর আহত হন ইমাম হোসেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাতেই তিনি মারা যান।

নিহত ইমাম হোসেন আখাশ্রী গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে। সংঘর্ষে আহত ১৮ জনের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। স্থানীয়ভাবে আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এ বিষয়ে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তদন্ত শুরু করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরো পড়ুন