Ridge Bangla

ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রফেশনাল মাস্টার্স প্রোগ্রামে ভর্তি বিজ্ঞপ্তি (ইনস্টিটিউট অব সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড রিসার্চ)

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট-এ ‘Professional Master’s in Social Welfare’ প্রোগ্রামে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। এই মাস্টার্স প্রোগ্রামে ক্লিনিকাল সোশ্যাল ওয়ার্ক (CSW), ভিকটিমোলজি অ্যান্ড রেস্টোরেটিভ জাস্টিস (VRJ), জেরনটোলজি অ্যান্ড জেরিয়াট্রিক ওয়েলফেয়ার (GGW), এবং ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস অ্যান্ড লেবার স্টাডিজ (IRLS) বিষয়ে বিশেষায়িত শিক্ষা প্রদান করা হবে।

কোর্সটির মেয়াদ এক বছর ছয় মাস, যা তিনটি সেমিস্টারে সম্পন্ন হবে।

আবেদনের জন্য প্রার্থীদের স্নাতক বা স্নাতকোত্তর পর্যায়ে ন্যূনতম জিপিএ ২.৫ (৪.০০ স্কেলে) থাকতে হবে। শিক্ষা জীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়। কলা, সামাজিক বিজ্ঞান, বিজনেস স্টাডিজ, আইন, মনোবিজ্ঞান, পরিসংখ্যান, গণিত, কম্পিউটার বিজ্ঞান, লেদার টেকনোলজি, পুলিশ সাইন্স, গার্হস্থ্য অর্থনীতি, শিক্ষা, দুর্যোগ ব্যবস্থাপনা, মেডিসিন, নার্সিং, ফিজিওথেরাপি, অকুপেশনাল বা ল্যাংগুয়েজ থেরাপি এবং ভূগোল বিষয়ে সম্মান ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন। অন্য বিষয়ে ডিগ্রিধারীদের ক্ষেত্রে সরকারি, আধা-সরকারি বা এনজিও খাতে ন্যূনতম দুই বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।

আবেদনপত্র সংগ্রহ এবং জমাদান করা যাবে সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট অফিস থেকে। আবেদন ফি ১,৫০০ টাকা। আবেদন জমার শেষ তারিখ ২১ মে ২০২৫। আবেদনপত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.du.ac.bd/body/ISW থেকেও পাওয়া যাবে।

লিখিত পরীক্ষার সম্ভাব্য তারিখ ২৩ মে ২০২৫, বিকেল ৩টা ৩০ মিনিট থেকে ৫টা পর্যন্ত।

আরো পড়ুন