যুক্তরাষ্ট্র থেকে চলচ্চিত্র আমদানি কমানোর ঘোষণা দিয়েছে চীন। বিশ্ব বাণিজ্যে চলমান উত্তেজনা ও আমদানি পণ্যে উচ্চহারে শুল্ক আরোপকে কেন্দ্র করে এই সিদ্ধান্ত নিয়েছে চীনের চলচ্চিত্র প্রশাসন।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) বেইজিং থেকে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
চীনের চলচ্চিত্র প্রশাসনের এক বিবৃতিতে বলা হয়েছে, “চীনের ওপর মার্কিন সরকারের নির্বিচারে শুল্ক আরোপের ভুল পদক্ষেপ আমেরিকান চলচ্চিত্রের প্রতি আমাদের দর্শকদের ইতিবাচক মনোভাবকে বাধাগ্রস্ত করছে। আমরা বাজারের নিয়ম অনুসরণ করবো, দর্শকদের রুচি ও প্রতিক্রিয়ার প্রতি সম্মান জানাবো এবং যুক্তরাষ্ট্র থেকে চলচ্চিত্র আমদানির পরিমাণ পরিমিতভাবে হ্রাস করবো।”
বাণিজ্যিক দিক থেকে বিষয়টি এমন সময় সামনে এল, যখন মার্কিন সরকার আবারও চীনা পণ্যে শুল্ক বাড়ানোর পদক্ষেপ নিয়েছে। আগে চীনা পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের শুল্কহার ছিল ২০ শতাংশ। বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে ১২৫ শতাংশে। এর আগে সর্বশেষ শুল্কহার ছিল ১০৪ শতাংশ।
এটি ছিল চীনা পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের ধারাবাহিকভাবে চতুর্থবার শুল্ক বৃদ্ধি। বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্ত দুই দেশের সাংস্কৃতিক বিনিময়ের ক্ষেত্রেও প্রভাব ফেলতে পারে।