ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের নববর্ষের আনন্দ শোভাযাত্রার মূল আকর্ষণ হিসেবে পরিচিত ‘স্বৈরাচারের প্রতিকৃতি’ পুনরায় নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। শনিবার (১২ এপ্রিল) রাতে চারুকলার প্রাঙ্গণে শোভাযাত্রার প্রস্তুতি পরিদর্শনকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান এ তথ্য জানান।
উপাচার্য বলেন, “আমরা একটি উদ্যোগ নিয়েছিলাম, সেখানে বাধা এসেছে। এই ধরনের কাজে বাধা আসেই, ষড়যন্ত্র থাকে। তবে মানুষের পরিশ্রম আর আল্লাহর ওপর ভরসা রেখে এসব ষড়যন্ত্র মোকাবিলা করে আমরা এগিয়ে যাবো, শত্রুর মুখে ছাই দিয়ে। এই কাজে সবার সহযোগিতা কামনা করছি। আমরা এখন একটি জাতীয় দায়িত্ব পালন করছি এবং একটাই চাওয়া—সবাই আমাদের পাশে থাকুক।”
তিনি আরও জানান, চারুকলার শিল্পীরা পুনরায় প্রতিকৃতিটি নির্মাণের দায়িত্ব নিয়েছেন এবং ইতোমধ্যে প্রয়োজনীয় উপকরণ প্রাঙ্গণে পৌঁছেছে। শিল্পীরা দ্রুততম সময়ের মধ্যে কাঙ্ক্ষিত প্রতিকৃতি তৈরি করতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমদ বলেন, “এক মাস ধরে তৈরি করা প্রতিকৃতি একদিনে বানানো সম্ভব নয়। তবে শিল্পীরা কীভাবে, কতটা করতে পারেন, তা সময়ই বলে দেবে।”
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী বলেন, “ফ্যাসিস্টের প্রতিকৃতি ধ্বংস করে শিল্পীদের মনোবল ভাঙার চেষ্টা করা হলেও আমি এসে দেখেছি—তাদের স্পিরিট দ্বিগুণ হয়ে গেছে। আশা করছি, দেশবাসী এক অসাধারণ শোভাযাত্রা প্রত্যক্ষ করবে। সবাইকে আহ্বান জানাই, এই আয়োজনে অংশ নিতে।”