Ridge Bangla

গাইবান্ধায় আওয়ামী লীগ নেতাকর্মীর হামলা

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলায় বিএনপি, যুবদল ও ছাত্রদলের ছয়জন নেতা-কর্মী আহত হয়েছেন। শনিবার (১২ এপ্রিল) রাতে উপজেলার ছাপড়হাটি ইউনিয়নের মণ্ডলের হাট এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইউনিয়ন বিএনপির সদস্য ও ছাত্রনেতা শফিকুল ইসলাম মোটরসাইকেলযোগে মণ্ডলের হাটে যাওয়ার সময় ছাত্রলীগের সাবেক নেতা বাবুর ওষুধের দোকানের সামনে রাখা বেঞ্চে ধাক্কা লাগে। এ নিয়ে বাকবিতণ্ডা হলে বাবুর ভাই আওয়ামী লীগ নেতা নাজমুল মাস্টার ও মঞ্জুরুল ইসলামসহ তাদের লোকজন শফিকুলকে মারধর করেন।

আশ্রয় নিতে শফিকুল পাশের একটি ওষুধের দোকানে ঢুকলেও সেখানে গিয়েও হামলা চালানো হয়। খবর পেয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঘটনাস্থলে পৌঁছালে তাঁদের ওপরও হামলা চালানো হয়। এতে অন্তত ছয়জন আহত হন।

পরে উত্তেজিত বিএনপি কর্মীরা হামলাকারীদের দোকানে ভাঙচুরের চেষ্টা করলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আওয়ামী লীগ নেতা নাজমুল মাস্টার, তাঁর ভাই মঞ্জুরুল ও আরও একজনকে আটক করে থানায় নিয়ে যায়।

ছাপড়হাটি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এফ আই জাহাঙ্গীর মণ্ডল জানান, হামলায় আহতদের মধ্যে রয়েছেন ইউনিয়ন বিএনপির সদস্য শফিকুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুর রহমান, ইউনিয়ন বিএনপির শিক্ষাবিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া মির্জা, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আলম মিয়া এবং ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আহসান হাবীব।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হাকিম আজাদ বলেন, একটি বেঞ্চে মোটরসাইকেলের ধাক্কা লাগাকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত হলেও এতে উভয়পক্ষের রাজনৈতিক পরিচয় থাকলেও ঘটনাটি সরাসরি রাজনৈতিক নয়। আহতদের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরো পড়ুন