Ridge Bangla

ওয়াকফ বিলের জেরে উত্তাল মুর্শিদাবাদ, নিহত ৩

ভারতে বিতর্কিত ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে কয়েক দিনের ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে শনিবারও উত্তাল পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলা। বিক্ষোভ মিছিল আর সহিংসতার আগুনে পুড়ছে অঞ্চলটি। আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে পুলিশকে কঠোর হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট পরিষেবা। এখন পর্যন্ত সংঘর্ষে তিনজনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে এবং গ্রেফতার করা হয়েছে অন্তত ১১৮ জনকে।

ওয়াকফ সংশোধনী আইন প্রত্যাহারের দাবিতে শুক্রবার বিকেল থেকেই উত্তপ্ত হয়ে ওঠে মুর্শিদাবাদ। সামশেরগঞ্জ ও জঙ্গিপুরে সংঘর্ষ শুরু হলে, ১৬৩ ধারা অমান্য করে রাজপথে নেমে আসে বিক্ষোভকারীরা। তারা ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করলে পুলিশের বাধায় পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। বিশেষ করে সামশেরগঞ্জের ধুলিয়ান ডাকবাংলো ও রতনপুর এলাকায় সহিংসতা চরমে পৌঁছায়। বিক্ষুব্ধ জনতা ট্রাফিক পুলিশের অফিসে আগুন ধরিয়ে দেয় এবং সরকারি-বেসরকারি বাসও পুড়িয়ে ফেলে।

মুর্শিদাবাদে বিক্ষোভ ও সহিংসতা রুখতে শনিবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন। তবে মুখ্যমন্ত্রীর এই বার্তার পাল্টা হিসেবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তাঁকে কটাক্ষ করে বলেন, “অরাজকতার দায় নিয়ে মুখ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত।”

আরো পড়ুন