শনিবার (১৩ এপ্রিল) দুপুরে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে যোগ দেওয়ার দাবিতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেড এবং আশপাশের বেশ কয়েকটি পোশাক কারখানায় বহিরাগত শ্রমিক নামধারী লোকজন হামলা ও ভাঙচুর চালিয়েছে।
বিকেলে বিক্ষোভকারীরা মিছিল নিয়ে আদমজী ইপিজেডের ইউনেস্কো বিডি লিমিটেড, অনন্ত হুয়াজিং ও ইপিক গার্মেন্টস কারখানায় ঢুকে পড়ে এবং ইটপাটকেল ছুড়ে ভাঙচুর চালায়। এতে কারখানার জানালার গ্লাস ও বেশ কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। পাল্টা প্রতিক্রিয়ায় ভেতর থেকে কিছু শ্রমিকও ইটপাটকেল নিক্ষেপ করে।
এ সময় ইপিজেড এলাকার ভেতরে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অন্তত কয়েকজন শ্রমিক ও নিরাপত্তারক্ষী আহত হন। তবে এখনো পর্যন্ত আহতদের নাম ও পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে সংহতি জানিয়ে ওই বিক্ষোভে অংশ নিতে চাওয়ার দাবি তুলে এ হামলা চালানো হয়। মূলত বহিরাগত কিছু লোক শ্রমিকের ছদ্মবেশে ইপিজেডে ঢুকে এ ধরনের বিশৃঙ্খলার সৃষ্টি করে।
খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং কারখানা এলাকাজুড়ে টহল জোরদার করা হয়। ঘটনার পর ইপিজেড কর্তৃপক্ষ নিরাপত্তা আরও কঠোর করেছে।