Ridge Bangla

আদমজী ইপিজেডে হামলা-ভাংচুর

শনিবার (১৩ এপ্রিল) দুপুরে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে যোগ দেওয়ার দাবিতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেড এবং আশপাশের বেশ কয়েকটি পোশাক কারখানায় বহিরাগত শ্রমিক নামধারী লোকজন হামলা ও ভাঙচুর চালিয়েছে।

বিকেলে বিক্ষোভকারীরা মিছিল নিয়ে আদমজী ইপিজেডের ইউনেস্কো বিডি লিমিটেড, অনন্ত হুয়াজিং ও ইপিক গার্মেন্টস কারখানায় ঢুকে পড়ে এবং ইটপাটকেল ছুড়ে ভাঙচুর চালায়। এতে কারখানার জানালার গ্লাস ও বেশ কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। পাল্টা প্রতিক্রিয়ায় ভেতর থেকে কিছু শ্রমিকও ইটপাটকেল নিক্ষেপ করে।

এ সময় ইপিজেড এলাকার ভেতরে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অন্তত কয়েকজন শ্রমিক ও নিরাপত্তারক্ষী আহত হন। তবে এখনো পর্যন্ত আহতদের নাম ও পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে সংহতি জানিয়ে ওই বিক্ষোভে অংশ নিতে চাওয়ার দাবি তুলে এ হামলা চালানো হয়। মূলত বহিরাগত কিছু লোক শ্রমিকের ছদ্মবেশে ইপিজেডে ঢুকে এ ধরনের বিশৃঙ্খলার সৃষ্টি করে।

খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং কারখানা এলাকাজুড়ে টহল জোরদার করা হয়। ঘটনার পর ইপিজেড কর্তৃপক্ষ নিরাপত্তা আরও কঠোর করেছে।

আরো পড়ুন