বর্তমানে ল্যাপটপ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্যাজেট হয়ে উঠেছে। হোক তা পড়াশোনার কাজে কিংবা অফিসের প্রয়োজন, অনেকেই নিয়মিত ল্যাপটপ ব্যবহার করে থাকেন এবং প্রায়শই এটি সঙ্গে নিয়ে বাইরে বের হতে হয়। তবে অনেক সময় দেখা যায়, ল্যাপটপ ধীরগতিতে কাজ করছে বা স্লো হয়ে গেছে। এর ফলে কাজের গতি কমে যায় এবং বিরক্তি তৈরি হয়। ল্যাপটপের গতি বাড়াতে কিছু সহজ কিন্তু কার্যকর পদক্ষেপ নিতে পারেন। নিচে কিছু করণীয় তুলে ধরা হলো—
১. অপ্রয়োজনীয় ফাইল, সফটওয়্যার ও অ্যাপ মুছে ফেলুন
ল্যাপটপে জমে থাকা অপ্রয়োজনীয় গেম, অ্যাপস, সফটওয়্যার ও ফাইল ডিভাইসকে ভারী করে তোলে। ফলে এটি ধীরে কাজ করে। যেমন, অনলাইন শপিং, গেমিং, মিউজিক বা সিনেমা দেখার অ্যাপগুলো প্রয়োজন না থাকলে ডিলিট করে দিন।
২. র্যাম ও স্টোরেজ বাড়ান
প্রয়োজন অনুযায়ী ল্যাপটপে অতিরিক্ত র্যাম যুক্ত করতে পারেন কিংবা এক্সটার্নাল হার্ড-ডিস্ক ব্যবহার করতে পারেন। এতে করে ডিভাইসের কর্মক্ষমতা বাড়বে এবং দ্রুত কাজ করবে।
৩. স্টার্টআপ প্রোগ্রাম নিয়ন্ত্রণ করুন
অনেক সময় ল্যাপটপ চালু করার সঙ্গে সঙ্গেই কিছু প্রোগ্রাম অটো চালু হয়ে যায়, যেগুলোর আপনার মূল কাজে কোনো দরকার নেই। এসব স্টার্টআপ প্রোগ্রাম বন্ধ করে দিলে ল্যাপটপ দ্রুত বুট হবে এবং কাজের গতি বাড়বে।
৪. নিয়মিত ল্যাপটপ পরিষ্কার করুন
অপ্রয়োজনীয় ফাইল, জাঙ্ক ফাইল এবং অপ্রয়োজনীয় সফটওয়্যার ডিলিট করে নিয়মিত ডিভাইস পরিষ্কার রাখুন। এতে করে জায়গা খালি হবে এবং ডিভাইসের গতি বৃদ্ধি পাবে।
৫. ইন্টারনেট ক্যাশে ক্লিয়ার করুন
নিয়মিত ইন্টারনেট ব্যবহারের ফলে বিভিন্ন ওয়েবসাইট ব্রাউজ করার সময় ব্রাউজারে ক্যাশে জমে যায়। এসব ক্যাশে সময়মতো ক্লিয়ার না করলে ল্যাপটপ স্লো হয়ে যেতে পারে। তাই সময়মতো ক্যাশে মুছে ফেলা জরুরি।