Ridge Bangla

ইইউ পণ্যে ট্রাম্পের ৫০% শুল্ক আরোপ স্থগিত

মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে চলমান বাণিজ্য উত্তেজনার মধ্যে কিছুটা স্বস্তির খবর দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউরোপ থেকে আমদানি করা পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের পূর্বঘোষিত সিদ্ধান্ত আপাতত স্থগিত করেছেন তিনি।

রোববার (২৬ মে) ট্রাম্প জানিয়েছেন, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লায়েনের সঙ্গে ফোনালাপের পর তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। তার ট্রুথ সোশ্যাল নেটওয়ার্ক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, ইইউ পণ্যের ওপর শুল্ক আরোপের সময়সীমা ১ জুন থেকে ৯ জুলাই পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছে।

ফোনালাপে ভন ডার লায়েন অনুরোধ করেন যে, চুক্তি চূড়ান্ত করার জন্য ইইউ’র আরও সময় প্রয়োজন। সেই অনুরোধ বিবেচনায় নিয়ে ট্রাম্প সময়সীমা সম্প্রসারণের সিদ্ধান্ত নেন।

এ বিষয়ে এক্সে (সাবেক টুইটার) ভন ডার লায়েন লেখেন, “আমার ও প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যে ভালো আলোচনা হয়েছে। ইইউ এবং যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও ঘনিষ্ঠ বাণিজ্যিক সম্পর্ক ভাগ করে। একটি ভালো চুক্তি অর্জনে আমাদের ৯ জুলাই পর্যন্ত সময় প্রয়োজন।”

জার্মানির অর্থমন্ত্রী লার্স ক্লিংবেইল জানান, হোয়াইট হাউসের সঙ্গে গুরুতর আলোচনা হবে বলে তিনি আশা করছেন, তবে যেকোনো উস্কানিমূলক পদক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জানান।

বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই সিদ্ধান্ত নতুন করে যুক্তরাষ্ট্র ও ইইউ’র মধ্যে বাণিজ্য আলোচনার সুযোগ সৃষ্টি করেছে। ইউরোপীয় ইউনিয়ন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার। গত বছর ইইউ থেকে যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানি হয়েছিল প্রায় ৬০০ বিলিয়ন ডলারের এবং আমদানি হয়েছিল ৩৭০ বিলিয়ন ডলারের পণ্য। এতে ২০২৪ সালে বাণিজ্য ঘাটতি দাঁড়ায় ২৩৬ বিলিয়ন ডলার। তবে সেবা খাতে সেই ঘাটতি কমে ৫০ বিলিয়ন ইউরো বা প্রায় ৫৭ বিলিয়ন ডলারে দাঁড়ায়, যেখানে মার্কিন প্রতিষ্ঠানগুলো বেশি প্রভাবশালী।

ট্রাম্পের সম্ভাব্য ৫০ শতাংশ শুল্ক আরোপের হুমকিতে ফ্রান্স, ইতালির মতো ইইউ সদস্যদেশগুলো চাপে পড়ে যায়। তবে এই শুল্ক স্থগিতের ঘোষণায় দেশগুলো কিছুটা স্বস্তি পেয়েছে।

আরো পড়ুন