চার দিনের সরকারি সফরে জাপান যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আগামী ২৭ মে দিবাগত রাতে তিনি টোকিওর উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। সফর চলবে ২৮ মে থেকে ৩১ মে পর্যন্ত।
সোমবার (২৬ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সফর সম্পর্কিত বিস্তারিত তথ্য দেন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকী। তিনি জানান, এ সফরে বাংলাদেশ ও জাপানের মধ্যে অর্থনীতি, বিনিয়োগ, জ্বালানি, প্রযুক্তি এবং রেল যোগাযোগসহ বিভিন্ন খাতে সাতটি সমঝোতা স্মারক (MoU) সই হবে।
বিশেষ করে জয়দেবপুর-ঈশ্বরদী রেলপথকে ডুয়াল গেজ ডাবল লাইনে উন্নীত করার লক্ষ্যে ‘এক্সচেঞ্জ অব নোটস’-এ সই হওয়ার সম্ভাবনা রয়েছে।
এছাড়া বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জাপানের কাছে ১ বিলিয়ন মার্কিন ডলার বাজেট সহায়তা চাওয়া হয়েছে। যদিও এখনো চূড়ান্ত অঙ্ক নির্ধারণ হয়নি, তবে সফর শেষে তা জানানো হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব এশিয়া অনুবিভাগের মহাপরিচালক নুর এ আলম।
সফরকালে ড. ইউনূস টোকিওস্থ বাংলাদেশ দূতাবাস আয়োজিত একটি মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সেমিনারে অংশ নেবেন এবং সেখানে বিশেষ বক্তৃতা দেবেন। সেমিনারে আলোচনার মূল বিষয় হবে—জাপানের শ্রমবাজারে বাংলাদেশের দক্ষ জনশক্তিকে কীভাবে আরও কার্যকরভাবে যুক্ত করা যায়।
জাপানে কর্মক্ষম জনগোষ্ঠীর ঘাটতি থাকায় দেশটি বিদেশি শ্রমিক নিচ্ছে এবং বাংলাদেশ এরই মধ্যে একটি সমঝোতা করেছে। এবার বিএমইটি এবং জাপানের দুটি বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে আরও দুটি সমঝোতা হবে, যারা বাংলাদেশে ভাষা শিক্ষা ও দক্ষতা উন্নয়নের কাজ করবে।
জাপান ১৬টি খাতে দক্ষ কর্মী নিতে আগ্রহী, যার মধ্যে কেয়ারগিভার ও হসপিটালিটি অন্যতম।