Ridge Bangla

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আবারও কমেছে

আন্তর্জাতিক বাজারে আবারও কমেছে জ্বালানি তেলের দাম। বাজার বিশ্লেষকদের মতে, এই মূল্যহ্রাসের পেছনে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান বাণিজ্য উত্তেজনা কিছুটা প্রশমিত হওয়ার ইঙ্গিত রয়েছে। একই সঙ্গে ওপেক প্লাসের আসন্ন বৈঠক ঘিরে অনিশ্চয়তাও তেলের দামে প্রভাব ফেলেছে।

শুক্রবার (২ মে) ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৪২ সেন্ট বা ০.৭ শতাংশ কমে দাঁড়িয়েছে ৬১.৭১ ডলারে। অপরদিকে, ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ৪৬ সেন্ট বা ০.৮ শতাংশ কমে ৫৮.৭৮ ডলারে নেমে এসেছে। এ তথ্য দিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

চীনের বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, বেইজিং যুক্তরাষ্ট্রের আলোচনার প্রস্তাব মূল্যায়ন করছে, যা বাণিজ্য উত্তেজনা কমানোর সম্ভাবনা তৈরি করেছে। তবে অনিক্স ক্যাপিটাল গ্রুপের গবেষণা প্রধান হ্যারি টিচিলিংগুইরিয়ান সতর্ক করে বলেন, মার্কিন-চীন সম্পর্কের ক্ষেত্রে আশাবাদের কিছু ইঙ্গিত থাকলেও সেগুলো আপাতত অস্থায়ী।

এর আগে ৩০ এপ্রিল, ব্রেন্ট ক্রুডের দাম ৭৫ সেন্ট বা ১.১৭ শতাংশ কমে দাঁড়ায় ৬৩.৫০ ডলারে এবং ডব্লিউটিআই ৭৯ সেন্ট বা ১.৩১ শতাংশ কমে ৫৯.৬৩ ডলারে নেমে আসে।

এপ্রিল মাসে ব্রেন্ট ও ডব্লিউটিআই যথাক্রমে ১৫ ও ১৭ শতাংশ মূল্যহ্রাসের মুখে পড়ে, যা ২০২১ সালের নভেম্বরের পর সবচেয়ে বড় পতন হিসেবে ধরা হচ্ছে।

রয়টার্সের একটি জরিপে উঠে এসেছে, যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের কারণে বৈশ্বিক অর্থনীতিতে মন্দার আশঙ্কা তৈরি হয়েছে। অন্যদিকে, আরেক জরিপে বলা হয়েছে, এপ্রিল মাসে চীনের কারখানাগুলোর কার্যক্রম গত ১৬ মাসের মধ্যে সবচেয়ে দ্রুত হারে সংকুচিত হয়েছে, যা বাজারে নেতিবাচক প্রভাব ফেলেছে।

আরো পড়ুন