Ridge Bangla

আমরা বড় যুদ্ধাবস্থার মধ্যে আছি: ড. ইউনূস

ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পর দেশকে অস্থিতিশীল করার নানা চক্রান্ত চলছে। এই পরিস্থিতিকে তিনি “একটি বড় যুদ্ধাবস্থা” হিসেবে উল্লেখ করেছেন। রোববার (২৫ মে) রাতে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে তিনি এই মন্তব্য করেন বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বৈঠকে ড. ইউনূস বলেন, “দেশকে বিভাজনের যে চেষ্টা চলছে, তা থেকে আমাদের উদ্ধার পেতে হবে। একটি আত্মমর্যাদাসম্পন্ন জাতি হিসেবে আমাদের এগিয়ে যেতে হবে। ঐকমত্যের ভিত্তিতে আমরা যতদূর এসেছি, সেটা যেন আরও সামনে এগিয়ে যায়।”

তিনি আরও বলেন, “সুষ্ঠু নির্বাচন না করতে পারলে আমি নিজেকে অপরাধী মনে করব। অভ্যুত্থানের পর আমরা একটি মহাসুযোগ পেয়েছি—ধ্বংসপ্রাপ্ত দেশকে টেনে তুলে দাঁড় করাতে হবে। আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পর দেশের ভেতরে-বাইরে যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। চেষ্টা চলছে যেন দেশ এগোতে না পারে, সবকিছু ভেঙে পড়ে এবং আমরা আবার গোলামির দিকে ধাবিত হই।”

আশ্বাস দিয়ে ড. ইউনূস বলেন, “আমি যতদিন দায়িত্বে আছি, দেশের কোনো ক্ষতি হবে এমন কিছু ঘটবে না। আপনাদের নিশ্চিত থাকতে হবে।”

আরো পড়ুন