বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রথম বহর আজ (২৫ মে) সকালে পাকিস্তানের লাহোরে পৌঁছেছে। এই বহরে রয়েছেন ১০ জন সদস্য, যাদের মধ্যে আছেন ক্রিকেটার হাসান মাহমুদ, তানভীর ইসলাম, পারভেজ হোসেন ইমন ও তানজিম হাসান সাকিব, এবং দলের ম্যানেজার নাফিস ইকবালসহ কয়েকজন সাপোর্ট স্টাফ।
নাফিস ইকবাল জানান, খেলোয়াড়রা দুই ভাগে বিভক্ত হয়ে পাকিস্তানে যাচ্ছেন এবং ২৬ মে ভোরের মধ্যে পুরো দল লাহোরে পৌঁছাবে। আইপিএলে অংশগ্রহণ শেষে মোস্তাফিজুর রহমান সরাসরি ভারত থেকে পাকিস্তানে দলের সঙ্গে যোগ দেবেন।
সিরিজের সূচি অনুযায়ী:
-
প্রথম টি-টোয়েন্টি: ২৮ মে
-
দ্বিতীয় টি-টোয়েন্টি: ৩০ মে
-
তৃতীয় ও শেষ ম্যাচ: ১ জুন
সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে, বাংলাদেশ সময় রাত ৯টায়।
প্রথমে সিরিজটি পাঁচ ম্যাচের পরিকল্পনায় থাকলেও, ভারত-পাকিস্তান সীমান্ত উত্তেজনার কারণে নিরাপত্তাজনিত বিবেচনায় তা তিন ম্যাচে সীমিত করা হয়েছে এবং সবগুলো ম্যাচ লাহোরেই অনুষ্ঠিত হবে।
উভয় দল ২৬ ও ২৭ মে অনুশীলনে অংশ নেবে এবং ২৭ মে দুই দলের অধিনায়ক সংবাদ সম্মেলন করবেন।
এই সিরিজটি ২০২6 সালের টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে উভয় দলের জন্য গুরুত্বপূর্ণ প্রস্তুতি হিসেবে বিবেচিত হচ্ছে।