চার দিনের সফল সরকারি সফর শেষে আজ শনিবার রাতে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। রাত ৮টা ১০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার বিমান অবতরণ করে। এর আগে, বেইজিং ক্যাপিটাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ড. ইউনূসকে বিদায় জানান চীনের প্রেসিডেন্ট শি জিন পিংয়ের চিফ প্রটোকল অফিসার এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী মন্ত্রী হং লেই।
ড. মুহাম্মদ ইউনূস ২৬ মার্চ চীন পৌঁছান। সেখানে তিনি ২৬ ও ২৭ মার্চ হাইনান প্রদেশে অনুষ্ঠিত বিএফএ বার্ষিক সম্মেলন ২০২৫-এ যোগ দেন।
চীনের প্রেসিডেন্ট শি জিন পিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন প্রধান উপদেষ্টা। বৈঠকে তিনি দেশটির ভাইস প্রেসিডেন্ট হান ঝেংয়ের সঙ্গে সাক্ষাৎ করেন। উষ্ণ ও বন্ধুত্বপূর্ণ পরিবেশে উভয় পক্ষ দ্বিপাক্ষিক সম্পর্ক এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আন্তর্জাতিক ও আঞ্চলিক ইস্যুতে মতবিনিময় করেন। আলোচনায় দু’পক্ষ নানা বিষয়ে ঐকমত্যে পৌঁছান।
এ সফরের মাধ্যমে বাংলাদেশ ও চীনের মধ্যে সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচিত হলো, যা ভবিষ্যতে উভয় দেশের মধ্যে আরও মজবুত সহযোগিতার ক্ষেত্র তৈরি করবে।