Ridge Bangla

ব্রাহ্মণবাড়িয়ায় ভুল চিকিৎসায় প্রসূতি মায়ের মৃত্যু, হাসপাতাল ভাংচুর

ব্রাহ্মণবাড়িয়ায় ভুল চিকিৎসায় শাকিবা আক্তার (২০) নামে এক প্রসূতি মায়ের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৮ মার্চ) বিকেলে কসবা পৌর শহরের নতুন বাজারে অবস্থিত বেসরকারি জমজম হাসপাতালে এ ঘটনা ঘটে। নিহত শাকিবা আক্তার উপজেলার বিনাউটি ইউনিয়নের তিনলাখপীর এলাকার বাচ্চু মিয়ার মেয়ে এবং পৌর শহরের গঙ্গানগর গ্রামের সাদেক হোসেনের স্ত্রী। মৃত্যুর বিষয়টি টের পেয়ে হাসপাতালের লোকজন পালিয়ে যায়। পরে হাসপাতালে ভাংচুর চালায় মৃত প্রসূতির আত্মীয়স্বজন ও স্থানীয় জনতা। পরবর্তীতে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শুক্রবার সকালে সুস্থ ও স্বাভাবিক অবস্থায় শাকিবাকে জমজম হাসপাতালে ভর্তি করা হয়। সিজারিয়ান অপারেশনের মাধ্যমে তার একটি কন্যা সন্তান প্রসব হয়। কিন্তু অপারেশনের কিছুক্ষণ পর শাকিবার দেহ নিস্তেজ হয়ে পড়ে। শাকিবার মৃত্যুর বিষয়টি টের পেয়ে হাসপাতাল থেকে পালিয়ে যায়। কসবা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আবদুল কাদের জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আরো পড়ুন