ঈদযাত্রায় ট্রেনের টিকিট কালোবাজারি চক্রের ছয়জনকে গ্রেপ্তার করেছে র্যাব। তারা হচ্ছে মো. রিয়াজুল (২৯), মো. সেলিম (৫৩), সোহেল মিয়া (৩৬), তৌফিক (২৮), মাইনুল (২৪) ও রাকাতুল ইসলাম (১৯)।
রাজধানীর খিলগাঁও, বনশ্রী, ডেমরা ও কমলাপুর রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এই সময় তাদের কাছ থেকে দেশের বিভিন্ন গন্তব্যের ৩১৪টি আসনের ৮২টি টিকিট ও বিপুল পরিমাণ মোবাইল সিম উদ্ধার করা হয়। র্যাব-৩ এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এসব তথ্য জানান।
বেশ কিছুদিন হলো এই দুষ্কৃতিকারী ও টিকিট কালোবাজারি চক্রের দৌরাত্ম্যে রেলটিকিট প্রাপ্তি সাধারণ জনগণের জন্য ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। অনলাইনে টিকিট পাওয়া না গেলেও কালোবাজারে বেশি মূল্যে টিকিট পাওয়া যায়। কালোবাজারিরা বিভিন্ন কৌশলে ট্রেনের টিকিট অগ্রিম সংগ্রহ করে সাধারণ যাত্রীদের কাছে দুই-তিনগুণ দামে বিক্রি করে আসছিল দীর্ঘদিন ধরে।