ব্রাজিল ফুটবল যেন ক্রমেই রূপকথার কোনো গল্পে পরিণত হচ্ছে। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন এই ফুটবল পরাশক্তির দেশটি শিরোপা খরায় ভুগছে দীর্ঘদিন। সর্বশেষ সাফল্য বলতে আছে ২০১৯ সালের কোপা আমেরিকার শিরোপা। তবে পেলের দেশ ব্রাজিলিয়ানদের কাছে বিশ্বকাপ জেতাকেই একমাত্র সাফল্য হিসেবে ধরা হয়। কিন্তু সেই বিশ্বকাপের খেলার যোগ্যতা অর্জন করতেই এখন টানাপোড়েনে রয়েছে দলটি। ২০২২ ফিফা বিশ্বকাপ-পরবর্তী দুজন কোচ পরিবর্তন করে দায়িত্ব দেওয়া হয় দরিভাল জুনিয়রকে। খাদের কিনার থেকে কিছু জয় উপহার দিলেও খেলায় দেখা মেলেনি সেই চিরচেনা সাম্বা ছন্দের ব্রাজিলকে।
দরিভাল জুনিয়র দায়িত্ব নেওয়ার পর এখন পর্যন্ত ১৬টি ম্যাচের মাত্র সাতটিতে জয় লাভ করেছে ব্রাজিল, হারও সমান সংখ্যক, ড্র দুটিতে। দলটা ব্রাজিল বলেই এই পরিসংখ্যানকে মোটেও ভাল বলা যায় না।
এর ওপর সর্বশেষ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার কাছে ৪ গোলের লজ্জাজনক হার, যা দেশটির ফুটবলে তোলপাড় সৃষ্টি করেছে। এতে নড়েচড়ে বসেছে দেশটির ফুটবল ফেডারেশন। ফেডারেশনের প্রধান এডনান্ড রদ্রিগেজ ইতোমধ্যে সভা ডেকে সিদ্ধান্ত নিয়েছেন যে দরিভাল অধ্যায় শেষ হচ্ছে। ফলে নতুন কোচ কে হবেন, এটা নিয়ে আলোচনা শুরু হয়েছে।
ফুটবলভিত্তিক ওয়েবসাইট গ্লোবো দাবি করেছে যে সিবিএফ ইতোমধ্যে রিয়াল মাদ্রিদের বর্তমান কোচ আনচেলত্তির সাথে পুনরায় আলোচনা শুরু করেছে। যদিও ২০২৩ সালে আনচেলত্তি ২০২৬ সাল পর্যন্ত মাদ্রিদের কোচ হিসেবে থাকার চুক্তি করেছেন।
এদিকে ফুটবল মহলে আরও কিছু খবর ছড়িয়েছে ব্রাজিলের নতুন কোচ হওয়ার ব্যাপারে। এক্ষেত্রে সৌদি ক্লাব আল হিলালের কোচ জর্জ জেসুস আছেন সবচেয়ে এগিয়ে। ৭০ বছর বয়সী এই পর্তুগীজ কোচের ব্রাজিলে কোচিং করার অভিজ্ঞতা রয়েছে।