রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নিয়মিত স্নাতকোত্তর (মাস্টার্স) প্রোগ্রামে আলাদা ভর্তি পরীক্ষা নিয়ে আসন ফাঁকা সাপেক্ষে শিক্ষার্থী ভর্তির প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
তবে শুধু পাবলিক বিশ্ববিদ্যালয় এবং রাবি অধিভুক্ত কলেজের শিক্ষার্থীরাই এই প্রক্রিয়ায় ভর্তি পরীক্ষায় বসার সুযোগ পাবেন। জাতীয় বিশ্ববিদ্যালয় ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে অনার্স করা শিক্ষার্থীরা রাবিতে নিয়মিত মাস্টার্সে ভর্তির সুযোগ পাচ্ছেন না।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গত ৯ মার্চ অনুষ্ঠিত রাবির ৫৩৭ তম সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। সিদ্ধান্ত অনুযায়ী, ভর্তিচ্ছু শিক্ষার্থীর আবেদনের জন্য স্নাতক (সম্মান) পরীক্ষায় ন্যূনতম সিজিপিএ ৩.০০ থাকতে হবে। এছাড়া স্নাতক পাশের পর তিন শিক্ষাবর্ষের মধ্যে ভর্তির জন্য আবেদন করতে হবে। অনুষদের অধিকর্তার তত্ত্বাবধানে বিভাগগুলো আসন ফাঁকা থাকা সাপেক্ষে পৃথকভাবে নিজ নিজ বিভাগে ভর্তি পরীক্ষার আয়োজন করবেন। তবে ভর্তি হতে শিক্ষার্থীকে অবশ্যই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
দায়িত্বশীল সূত্রে জানা গেছে, পাবলিক বিশ্ববিদ্যালয় বাদে জাতীয় ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য কোনো সুযোগ রাখা হয়নি। একইভাবে, প্রাইভেট বিশ্ববিদ্যালয় ও ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় থেকে অনার্স পড়ুয়া মাদরাসা শিক্ষার্থীরাও এই সুযোগ পাবেন না।
প্রসঙ্গত, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভাগ ও ইনস্টিটিউটগুলোতে নিয়মিত মাস্টার্সে আলাদাভাবে ভর্তি পরীক্ষা নেওয়া হতো না। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়মিত মাস্টার্সে ভর্তি পরীক্ষা শুরুর পর বিষয়টি আলোচনায় আসে।