মুসলিম উম্মাহর জন্য পবিত্র শবে কদর অত্যন্ত গুরুত্বপূর্ণ এক রাত। ২৭ মার্চ দিবাগত রাত পবিত্র লাইলাতুল কদর বা শবে কদর। ধর্মপ্রাণ মুসলমানদের জন্য আজকের রাত ইবাদত-বন্দেগিতে কাটানোর। ২০ রমজান থেকে যেকোনো বিজোড় রাত শবে কদর হিসেবে মনে করা হয়।
আলেমগণ অধিকাংশ ক্ষেত্রে ২৬ রমজানের দিবাগত রাতেই শবে কদর আসে বলে অভিমত দিয়েছেন। কদরের রাতে পবিত্র কোরআন অবতীর্ণ হয়। ‘শব’ মানে রাত বা রজনী, আর ‘কদর’ মানে সম্মান, মর্যাদা, গুণ, সম্ভাবনা, ভাগ্য ইত্যাদি। ‘শবে কদর’ অর্থ হলো মর্যাদার রাত বা ভাগ্যরজনী। শবে কদরের রাতে পবিত্র কোরআন অবতীর্ণ হয়। এই রাতকে কেন্দ্র করে পবিত্র কোরআনে ‘আল-কদর’ নামে একটি সুরাও আছে।

হাজার মাস ইবাদত করলে যে সওয়াব পাওয়া যায়, শবে কদরের রাতের ইবাদতে তার চেয়ে বেশি সওয়াব পাওয়া যায়। তাই বিশ্বের বিভিন্ন দেশের মুসলমানদের মতো আমাদের দেশের ধর্মপ্রাণ মুসলমানরাও নিজেদের গুনাহ মাফ এবং অধিক সওয়াবের আশায় নফল সালাত, ইবাদত বন্দেগী, কোরআন তেলাওয়াত ও জিকির-আসকারের মধ্য দিয়ে রাতটি অতিবাহিত করেন। আজকের রাতে অনেকে কবরস্থানে গিয়ে স্বজনদের রুহের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন। বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস পৃথক পৃথক বাণীতে দেশবাসীকে শবে কদরের অভিনন্দন জানিয়েছেন।