Ridge Bangla

ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আপত্তি সত্ত্বেও, আগামী কয়েক মাসের মধ্যেই ইরানের পারমাণবিক স্থাপনায় সীমিত হামলা চালাতে পারে ইসরায়েল- এমন তথ্য জানিয়েছে একটি ইসরায়েলি সূত্র। রোববার (২০ এপ্রিল) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়, ইসরায়েল বর্তমানে যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়াই একটি ছোট পরিসরের আক্রমণের পরিকল্পনা করছে। যেখানে আগে বড় এবং দীর্ঘমেয়াদি সামরিক অভিযানের চিন্তা ছিল, এখন তা সীমিত পর্যায়ে আনার প্রস্তুতি নিচ্ছে দখলদার দেশটি।

ইসরায়েল সম্প্রতি যুক্তরাষ্ট্রকে জানায়, তাদের পরিকল্পনায় বিমান হামলার পাশাপাশি কমান্ডো অভিযানের ব্যবস্থাও রয়েছে। এই হামলার মাধ্যমে ইরানের পারমাণবিক সক্ষমতা কয়েক মাস বা এক বছরের জন্য বিলম্বিত করা সম্ভব হবে বলে মনে করে তেলআভিভ।

অন্যদিকে, যুক্তরাষ্ট্র এখনো আলোচনার পক্ষে। নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত বুধবার ওয়াশিংটনে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তিনি এখনই হামলার পক্ষে নন। বরং তিনি তেহরানের সঙ্গে আলোচনায় বসতে চান।

তবে ইসরায়েলি কর্মকর্তাদের মতে, তারা এমন একটি সীমিত হামলা চালাতে চায়, যার জন্য যুক্তরাষ্ট্রের বড় ধরনের সহায়তা প্রয়োজন হবে না। বড় সামরিক অভিযান নয়, বরং একটি নির্দিষ্ট ও সংক্ষিপ্ত পরিকল্পনার ভিত্তিতেই হামলা চালানো হতে পারে।

আরো পড়ুন