অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস চার দিনের সরকারি সফরে কাতারে পৌঁছেছেন। সোমবার (২২ এপ্রিল) স্থানীয় সময় রাত ৯টা ৪০ মিনিটে তাকে বহনকারী উড়োজাহাজটি দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, বিমানবন্দরে তাকে লাল গালিচা সংবর্ধনা দিয়ে স্বাগত জানান কাতারের প্রটোকল প্রধান রাষ্ট্রদূত ইব্রাহিম ফাখরু। সফরসঙ্গীদের সঙ্গে নিয়ে প্রধান উপদেষ্টার এই সফর ঘিরে কাতারে যথাযথ রাষ্ট্রীয় মর্যাদা নিশ্চিত করা হয়।
এর আগে আর্থনা শীর্ষ সম্মেলন ২০২৫-এ অংশ নিতে অধ্যাপক ইউনূস ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাতারের উদ্দেশে যাত্রা করেন। বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সোমবার সন্ধ্যা ৭টায় তিনি দোহা রওনা দেন।
এবারের আর্থনা সম্মেলনের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— ‘আমাদের উত্তরাধিকার গড়ে তোলা: স্থায়িত্ব, উদ্ভাবন ও ঐতিহ্যবাহী জ্ঞান’। ২২ ও ২৩ এপ্রিল অনুষ্ঠেয় এই আন্তর্জাতিক সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, উপদেষ্টা, অর্থনীতিবিদ ও নীতিনির্ধারকেরা অংশ নিচ্ছেন।
সফরকালে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে অধ্যাপক ইউনূসের দ্বিপক্ষীয় বৈঠকেরও সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে।