৭৮ তম কান চলচ্চিত্র উৎসবের ক্যামেরা দ’অর পুরস্কারের জুরি সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ইতালির খ্যাতিমান নির্মাতা ও চিত্রনাট্যকার অ্যালিস রোরওয়াচার। প্রথমবার পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেছেন এমন প্রতিযোগীদের মধ্য থেকে সেরা ছবিকে এই পুরস্কার দেওয়া হয়।
এ বিষয়ে অ্যালিস রোরওয়াচার বলেন, “প্রথম অভিজ্ঞতা আমাদের জীবনের অন্যতম মূল্যবান স্মৃতি। যেমন প্রথম প্রেমে পড়া বা কোনো নতুন ভূখণ্ডে পা রাখা—সেই আবেগের রেশ আমাদের হৃদয়ে গেঁথে থাকে। তাই হয়তো এই পুরস্কারের নাম রাখা হয়েছে ‘সোনার ক্যামেরা’, ক্যামেরা দ’অর।”
২০২৪ সালে এই পুরস্কার পেয়েছিলেন নরওয়ের পরিচালক হাফদান উলমান টন্ডেল, তাঁর প্রথম ছবি ‘আরমান্ড’-এর জন্য।
অ্যালিস রোরওয়াচারের সঙ্গে কানের সম্পর্ক শুরু ২০১১ সালে, তাঁর প্রথম চলচ্চিত্র ‘কর্পো সেলেস্তে’ প্রদর্শিত হয় ডিরেক্টরস ফোর্টনাইট বিভাগে। ২০১৪ সালে ‘দ্য ওয়ান্ডারার্স’ কানে প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নিয়ে জিতে নেয় ‘গ্রাঁ প্রি’। এরপর ২০১৮ সালে ‘হ্যাপি এজ লাজারো’ দিয়ে সেরা চিত্রনাট্যের পুরস্কার পান। তাঁর সর্বশেষ ছবি ‘লা সিনেমা’ ২০২৩ সালে প্রতিযোগিতা বিভাগে প্রদর্শিত হয়।
২০২৫ সালের ৭৮তম কান চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হবে ১৩ থেকে ২৪ মে, ফ্রান্সের কানের ঐতিহাসিক সমুদ্রতট ঘেঁষা শহরে। এবারের উৎসবে মূল প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে ২২টি চলচ্চিত্র।