Ridge Bangla

বেসরকারি শিক্ষক নিয়োগে বাতিল হতে পারে নারী কোটা

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে দীর্ঘদিন ধরে চলা ৩০ শতাংশ নারী কোটা বাতিলের পথে হাঁটছে অন্তর্বর্তী সরকার। শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বিষয়টি নিয়ে নীতিগত সিদ্ধান্ত ইতোমধ্যেই গ্রহণ করা হয়েছে এবং শিগগিরই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হতে পারে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব (বেসরকারি মাধ্যমিক-৩) সাইয়েদ এ. জেড. মোরশেদ আলী বলেন, “নারী কোটার বিষয়ে সরকার নীতিমালা অনুযায়ী দ্রুত সিদ্ধান্ত জানাবে।” এ নিয়ে মন্ত্রণালয়ে একাধিক বৈঠকও অনুষ্ঠিত হয়েছে।

সূত্র বলছে, গত বছরের সেপ্টেম্বর মাসে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) নারী কোটা বাতিলের বিষয়ে মতামত চেয়ে শিক্ষা মন্ত্রণালয়ে আবেদন করে। পরবর্তীতে শিক্ষা মন্ত্রণালয় জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী এনটিআরসিএকে শিক্ষক নিয়োগে সুপারিশ দিতে নির্দেশ দেয়। সেই প্রজ্ঞাপনে নারী কোটার কোনো উল্লেখ ছিল না, বরং কেবল ৭ শতাংশ কোটা (মুক্তিযোদ্ধা ও অন্যান্য) বহাল রাখার কথা বলা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, “সরকারি সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে শিক্ষক নিয়োগে নারী কোটা থাকছে না। এনটিআরসিএকে বলা হয়েছে, জনপ্রশাসনের সর্বশেষ কোটানীতির আলোকে নিয়োগ কার্যক্রম পরিচালনা করতে।”

প্রসঙ্গত, ২০২৪ সালের ২৪ জুলাই কোটা সংস্কার আন্দোলনের প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের নির্দেশনায় সরকারি চাকরির ৯ম-২০তম গ্রেডে ৭ শতাংশ কোটা রেখে বাকি ৯৩ শতাংশ পদ মেধার ভিত্তিতে নিয়োগের প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

আরো পড়ুন