আফ্রিকার নাইজেরিয়ার মধ্যাঞ্চলের বেনু রাজ্যে রাখালদের (পশুপালক) সঙ্গে কৃষকদের দ্বন্দ্ব নতুন করে রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নিয়েছে। চলতি সপ্তাহে সন্দেহভাজন রাখালদের চালানো দুটি হামলায় অন্তত ৫৬ জন নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির স্থানীয় প্রশাসন।
বেনু রাজ্যের তথ্যমন্ত্রী লরেন্স ওনোজা জানিয়েছেন, গত ৪৮ ঘণ্টায় যাযাবর রাখালদের হামলায় বেশ কয়েকটি গ্রাম ধ্বংস হয়েছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এখনও উদ্ধার অভিযান চলছে এবং হতাহতের সংখ্যা বাড়তে পারে।
নাইজেরিয়ার মধ্যাঞ্চলে মুসলিম ফুলানি পশুপালক ও খ্রিষ্টান বেরম ও ইরিগও জাতিগোষ্ঠীর কৃষকদের মধ্যে বহুদিন ধরে জমি ও চারণভূমি নিয়ে সংঘর্ষ চলে আসছে। গবেষণা সংস্থা এসবিএম ইন্টেলিজেন্স-এর তথ্যে দেখা গেছে, ২০১৯ সাল থেকে এ ধরনের সংঘর্ষে অন্তত ৫০০ জন নিহত হয়েছেন এবং বাস্তুচ্যুত হয়েছেন প্রায় ২২ লাখ মানুষ।
বিশ্লেষকরা মনে করছেন, এটি কেবল ধর্মীয় সহিংসতা নয়, বরং জলবায়ু পরিবর্তনের কারণে চারণভূমির সংকট, ভূমি দখল এবং খাদ্য নিরাপত্তার মতো বাস্তব কারণও রয়েছে। এসব কারণে সংঘর্ষের মাত্রা দিন দিন বাড়ছে, যা নাইজেরিয়ার কৃষি উৎপাদন ও খাদ্য সরবরাহে ভয়াবহ প্রভাব ফেলছে।
বেনু রাজ্যের পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, স্থানীয় কৃষকদের ওপর আকস্মিকভাবে গুলি চালানো হয়, যাতে অন্তত পাঁচজন কৃষক ঘটনাস্থলেই মারা যান। নিরাপত্তা বাহিনী হামলাকারীদের প্রতিরোধে কাজ করছে বলে জানিয়েছে প্রশাসন।