Ridge Bangla

উপস্থাপনা ও সঙ্গীতে দারুণ ব্যস্ত সময় পার করছেন লাবণ্য

সমসাময়িক প্রজন্মের জনপ্রিয় সঙ্গীতশিল্পী ইয়াসমিন লাবণ্য বর্তমানে উপস্থাপনা ও সঙ্গীত দুই মাধ্যমেই সমানতালে ব্যস্ত সময় কাটাচ্ছেন। মাছরাঙ্গা টিভি, বিটিভি এবং বাংলাদেশ বেতারের তিনটি ভিন্ন অনুষ্ঠানে নিয়মিত উপস্থাপনার পাশাপাশি তিনি বিভিন্ন মঞ্চেও গান পরিবেশন করছেন। এই ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে তিনি অংশ নেবেন আঁলিয়াস ফ্রঁসেজ দ্য ঢাকার সঙ্গীত বিভাগের আয়োজন ‘দ্য ট্রেডিশন অব মেলোডি’র পঞ্চম পর্বে। অনুষ্ঠানের সমন্বয়কের দায়িত্বে আছেন খ্যাতিমান সঙ্গীতশিল্পী মনজুরুল ইসলাম খান।

আসন্ন পরিবেশনাকে ঘিরে লাবণ্য বলেন, এক মাস আগে থেকেই তিনি এই অনুষ্ঠানে গান গাওয়ার জন্য চূড়ান্ত হন। আঁলিয়াস ফ্রঁসেজ দ্য ঢাকার আয়োজনে তিনি পূর্ণ আস্থা প্রকাশ করেন এবং আশা করেন, অতিথি শিল্পী ও শিক্ষার্থী শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠানটি হবে মনোমুগ্ধকর। তিনি আরও জানান, পুরো আয়োজনজুড়ে থাকবেন একজন পেশাদার শিল্পী হিসেবে দায়বদ্ধতার জায়গা থেকে।

উপস্থাপক হিসেবেও লাবণ্য এখন পরিচিত মুখ। দীর্ঘদিন ধরে তিনি মাছরাঙ্গা টিভিতে নিয়মিত কাজ করছেন। সম্প্রতি যুক্ত হয়েছেন বিটিভির নিয়মিত সংগীতানুষ্ঠান ‘সঙ্গীতা’-এর দলে। পাশাপাশি বাংলাদেশ বেতারের প্রতি বুধবারের সরাসরি অনুষ্ঠান ‘ইউফোনি’রও তিনি উপস্থাপনা করছেন। এছাড়া সম্প্রতি মাছরাঙ্গা টিভির নিয়মিত অনুষ্ঠান ‘তোমায় গান শোনাবো’-তেও তিনি সরাসরি গান পরিবেশন করেছেন। যদিও উপস্থাপনা ও নৃত্যজীবনের বিভিন্ন ব্যস্ততার কারণে লাবণ্য নিয়মিত মৌলিক গান প্রকাশ করতে পারছেন না, এ নিয়ে তাঁর খানিক আক্ষেপ রয়েছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির সিনিয়র নৃত্যশিল্পী হিসেবে তাঁর নিয়মিত দায়িত্বও ব্যস্ততার অন্যতম কারণ।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১৪

আরো পড়ুন