Ridge Bangla

ফেনীতে কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে ফেনীতে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টি আঘাত হানে। আকস্মিক এই প্রাকৃতিক দুর্যোগে জেলার বিভিন্ন এলাকায় বোরো ধানসহ নানা ফসলের ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর ১২টার পর থেকেই ফেনীর আকাশ ঘন কালো মেঘে ঢেকে যায়। সাড়ে ১২টার দিকে ঝোড়ো হাওয়া ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। এরপর প্রবল দমকা হাওয়াসহ শিলাবৃষ্টি শুরু হয়, যা চলে দুপুর সোয়া ১টা পর্যন্ত।

আবহাওয়া অফিস জানিয়েছে, ঝড়ের সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১২ থেকে ১৮ কিলোমিটার, যা দক্ষিণ-পশ্চিম দিক থেকে বয়ে যাচ্ছিল। আজ ফেনীতে ৫০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা এ মৌসুমে সর্বোচ্চ। এদিন বিকেল ৩টায় জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৭ ডিগ্রি সেলসিয়াস।

ঝড়ে জেলার বিভিন্ন এলাকার মাঠজুড়ে আধা-পাকা ও কাঁচা ধান মাটিতে হেলে পড়ে। ক্ষতিগ্রস্ত হয়েছে পেঁপে, লাউ, কুমড়া, ও অন্যান্য সবজির ক্ষেত। শহরের বিভিন্ন এলাকায়, বিশেষ করে পৌরসভা এলাকা ও শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কে জলাবদ্ধতা দেখা দেয়। এতে এসএসসি পরীক্ষার্থী ও কর্মজীবী মানুষ দুর্ভোগে পড়েন। কিছু সময়ের জন্য যানবাহন চলাচলেও বিঘ্ন ঘটে।

তবে এই দুর্যোগের মাঝেও কিছুটা স্বস্তি এনেছে নিম্নমুখী তাপমাত্রা। টানা গরমের পর হালকা ঠান্ডা আবহাওয়া ফেনীবাসীর মধ্যে কিছুটা স্বস্তি এনে দেয়।

ফেনী জেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, কৃষি খাতে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপণের কাজ চলছে। প্রাথমিকভাবে ধান ও সবজির ক্ষতির চিত্র স্পষ্ট হয়ে উঠছে। সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. মহিউদ্দিন বলেন, “কিছু কিছু এলাকায় ধান মাটিতে হেলে পড়েছে। তবে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি।”

আরো পড়ুন