Ridge Bangla

দীর্ঘ বিরতির পর বড় পর্দায় ফিরছেন মিম

টলিউড অভিনেতা জিতের সঙ্গে ‘মানুষ’ সিনেমায় অভিনয় করার পর প্রায় দুই বছর বড় পর্দায় অনুপস্থিত ছিলেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। দীর্ঘ বিরতির পর এবার নিয়মিতভাবে সিনেমা ও ওয়েব সিরিজে ফিরছেন তিনি। সম্প্রতি একটি ফ্যাশন হাউসের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে মিম জানান, আগামী বছরই নতুন কাজ নিয়ে সিনেমা হলে দর্শক তাকে দেখতে পাবেন। তিনি ২০২৬ সালকে নিজের ক্যারিয়ারের ‘কামব্যাক বছর’ হিসেবে দেখছেন।

শিল্পসংশ্লিষ্ট সূত্র জানায়, মিম ইতিমধ্যেই একটি নতুন সিনেমা ও একটি ওয়েব সিরিজের শুটিং শেষ করেছেন। তবে আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত প্রকল্পগুলোর বিস্তারিত প্রকাশ করা হয়নি। তিনি বলেন, শিগগিরই দর্শকরা এসব কাজ সম্পর্কে জানতে পারবেন। এছাড়া মিমের হাতে আরও কয়েকটি সিনেমা ও ওয়েব সিরিজের প্রস্তাব রয়েছে, যা ধাপে ধাপে ঘোষণা করা হবে।

দীর্ঘ বিরতির কারণ জানাতে গিয়ে মিম বলেন, “গত দুই বছর বড় পর্দায় না থাকলেও প্রস্তাবের অভাব ছিল না। আমি ভালো গল্প ও মানসম্পন্ন প্রজেক্টের অপেক্ষায় সময় নিয়েছি। এখন সেই অপেক্ষার ফল মিলতে শুরু করেছে।”

বড় পর্দায় অনুপস্থিত থাকলেও মিম এই সময়ে বিভিন্ন ব্র্যান্ড ইভেন্ট ও প্রমোশনাল কার্যক্রমে সক্রিয় ছিলেন। তিনি আরও জানান, আগামী মাসেই নতুন কাজগুলোর আনুষ্ঠানিক ঘোষণা আসবে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১৮

আরো পড়ুন