Ridge Bangla

মানবপাচারের শিকার ৩০ জন বাংলাদেশি ভারত থেকে দেশে ফিরছেন

ভালো কাজের প্রলোভনে মানবপাচারের শিকার হয়ে ভারতে আটক হওয়া ৩০ জন বাংলাদেশি নারী-পুরুষকে ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফেরত পাঠানো হচ্ছে। বুধবার (১৯ নভেম্বর) বিকেল ৫টার দিকে ভারতের পেট্রাপোল চেকপোস্ট দিয়ে তাদের বেনাপোল সীমান্তে হস্তান্তর করবে ভারতীয় পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন মানবাধিকার সংগঠন রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় মল্লিক।

ফেরত আসা ব্যক্তিদের মধ্যে ১৯ জন পুরুষ ও ১১ জন নারী রয়েছেন। এদের বাড়ি রংপুর, ঠাকুরগাঁও, খুলনা, যশোর, নড়াইল, সাতক্ষীরা ও মেহেরপুর জেলার বিভিন্ন গ্রামে। মানবাধিকার সংগঠন রাইটস যশোর, মহিলা আইনজীবী সমিতি ও জাস্টিস অ্যান্ড কেয়ার তাদের গ্রহণ করে আইনি সহায়তা প্রদান করবে।

রাইটস যশোরের তথ্য ও অনুসন্ধান কর্মকর্তা তৌফিকুজ্জামান জানান, বিভিন্ন সীমান্ত পথ দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় তারা ভারতীয় পুলিশের হাতে আটক হয়। দীর্ঘ তদন্ত ও পরিচয় যাচাই শেষে দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদের স্বদেশ প্রত্যাবাসনে সম্মতি দেয়। আটক ব্যক্তিদের কেউ কেউ পশ্চিমবঙ্গের বিভিন্ন হোমে দুই থেকে পাঁচ বছর পর্যন্ত থাকতে বাধ্য হয়েছিলেন।

ফেরত আসা ব্যক্তিদের প্রাথমিকভাবে আইনি সহায়তা এবং পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। পরে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে। মানবাধিকারের সংগঠনগুলোর তথ্য অনুযায়ী, পাচারের শিকারদের মাত্র পাঁচ শতাংশ উদ্ধার করা সম্ভব হয়। ভালো কাজের সুযোগ বা প্রেমের প্রলোভন দেখিয়ে একটি চক্র এখনো নারী-পুরুষ ও শিশুদের ভারতে পাচার করছে। সেখানে নিয়ে তাদের ঝুঁকিপূর্ণ কাজে বাধ্য করা হয়। উদ্ধার হওয়া এ ৩০ জন বাংলাদেশিকে দেশে ফেরাতে সরকারি সংস্থার পাশাপাশি এনজিও সংগঠনগুলোও সহযোগিতা করেছে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১৭

আরো পড়ুন