বুধবার (১৬ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে রাজধানীতে ঝড়ো হাওয়ার পর শুরু হওয়া বৃষ্টিতে কিছুটা হলেও তাপমাত্রা কমে আসে। টানা কয়েক দিনের ভ্যাপসা গরমের পর এই বৃষ্টিতে স্বস্তি অনুভব করছেন নগরবাসী।
রাজধানীর তেজগাঁও, কারওয়ান বাজার, ফার্মগেট, গ্রিন রোডসহ বিভিন্ন এলাকায় সড়কে পানি জমে যায়। এতে যানবাহনগুলোকে ধীরে চলতে দেখা গেছে। অনেকে একপশলা বৃষ্টিতে ভিজে প্রশান্তি উপভোগ করেন। দীর্ঘ বিরতির পর এমন বৃষ্টি রাজধানী ও আশেপাশের এলাকায় জনমনে প্রশান্তি ফিরিয়ে এনেছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, বৃষ্টির কারণে রাজধানীর রাতের তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমে যাবে। তাপপ্রবাহের মধ্যেই দক্ষিণ বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টির আভাস পাওয়া যাচ্ছে। বর্তমানে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
এছাড়াও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি এবং শিলাবৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছে আবহাওয়া অফিস। বৈশাখের শুরুতেই এমন স্বস্তির বৃষ্টিতে রাজধানীবাসী প্রশান্তির নিশ্বাস ফেলছেন।