Ridge Bangla

জিগাতলায় ছুরিকাঘাতে দুই কলেজ শিক্ষার্থী আহত

রাজধানীর জিগাতলায় দ্বন্দ্বের জেরে দুই কলেজ শিক্ষার্থী ছুরিকাঘাতে আহত হয়েছেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, গতকাল বুধবার (২২ অক্টোবর) বিকেল সাড়ে পাঁচটার দিকে মোহাম্মদপুর থানার জিগাতলা নেসক্যাফের ভেতরে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ কলেজের দুই শিক্ষার্থী আলফাছ ও মুনিম আড্ডা দিচ্ছিলেন।

সেই সময় একই কলেজের প্রথম বর্ষের ১০-১৫ জন জুনিয়র শিক্ষার্থী হঠাৎ করে তাঁদের দুজনের ওপর অতর্কিত হামলা চালায়। এতে আলফাছ ও মুনিম দুজনই ছুরিকাঘাতে আহত হন।

আহতদের প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও পরে অবস্থার অবনতি হলে রাতেই তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, আহতরা বর্তমানে জরুরি বিভাগে চিকিৎসাধীন। হামলার ঘটনা সম্পর্কে সংশ্লিষ্ট থানায় অবহিত করা হয়েছে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ৩৪

আরো পড়ুন