Ridge Bangla

আজ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপি, নির্বাচনী রোডম্যাপ নিয়ে আলোচনার প্রত্যাশা

আজ বুধবার (১৬ এপ্রিল) দুপুর ১২টায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসবে বিএনপি। বৈঠকটি অনুষ্ঠিত হবে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রতিনিধি দলের সদস্যরা এই আলোচনায় অংশ নেবেন।

প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে নির্ধারিত এই বৈঠক নিয়ে ইতোমধ্যেই আলোচনা শুরু হয়েছে রাজনৈতিক অঙ্গনে। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং জানিয়েছে, দলের পক্ষ থেকে নির্বাচন নিয়ে স্পষ্ট অবস্থান জানতে প্রধান উপদেষ্টার সঙ্গে এই বৈঠকের সময় চাওয়া হয়েছিল। সে অনুযায়ী এই বৈঠকের আয়োজন করা হয়।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, “এবারের বৈঠকের বিষয়বস্তু নির্বাচন নিয়েই। এর আগে যখন আমরা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছিলাম, তখন তিনি ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশ্বস্ত করেছিলেন। কিন্তু পরবর্তীতে তেমন কোনো দৃশ্যমান পদক্ষেপ আমরা লক্ষ্য করিনি।”

তিনি আরও বলেন, “নির্বাচনের রোডম্যাপ নিয়ে সরকারের পক্ষ থেকে এখনো সুস্পষ্ট ঘোষণা না আসায় এক ধরনের ধোঁয়াশা তৈরি হয়েছে। আমরা চাই, প্রধান উপদেষ্টা এই বৈঠকে নির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করে জাতিকে আশ্বস্ত করুন।”

বিএনপির তরফ থেকে এই বৈঠকে নির্বাচন কমিশনের সঙ্গে সমন্বয় করে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পথনকশা চূড়ান্ত করার আহ্বান জানানো হবে বলে জানা গেছে।

আরো পড়ুন