ভারত থেকে সুতা আমদানিতে স্থলবন্দর সুবিধা বাতিল করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। মঙ্গলবার (১৫ এপ্রিল) এক প্রজ্ঞাপন জারি করে বিষয়টি জানানো হয়। এতে বলা হয়, তাৎক্ষণিকভাবে এই আদেশ কার্যকর হবে।
এনবিআরের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বেনাপোল, সোনা মসজিদ, ভোমরা, বাংলাবান্ধা ও বুড়িমারী স্থলবন্দর দিয়ে আর ভারত থেকে সুতা আমদানি করা যাবে না। এর আগে এসব বন্দর দিয়ে ভারত থেকে পোশাক শিল্পের জন্য সুতা আমদানি করা হতো।
সুতার এই আমদানি বন্ধের দাবিটি প্রথমে তুলেছিল বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)। গত ফেব্রুয়ারি মাসে তারা এই বিষয়ে আবেদন করে। পরে মার্চ মাসে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনস্থ বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন এনবিআরকে সুপারিশ করে, যাতে দেশীয় টেক্সটাইল শিল্প টিকে থাকতে পারে এবং দেশে উৎপাদিত সুতার ব্যবহার বাড়ে।
জানা গেছে, ভারতের উত্তর ও দক্ষিণ অঞ্চলে উৎপাদিত সুতা কলকাতা হয়ে অপেক্ষাকৃত কম দামে বাংলাদেশে প্রবেশ করতো। এতে স্থানীয় সুতার ওপর চাপ বাড়তো এবং দেশীয় শিল্প প্রতিযোগিতায় পিছিয়ে পড়তো। ফলে সুরক্ষা দিতে এবার এই আমদানি পথ বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছে।