Ridge Bangla

ইউক্রেনে রাশিয়ার হামলায় পশ্চিমা নেতাদের নিন্দা

ইউক্রেনের সুমি শহরের একটি পাম সানডে অনুষ্ঠানে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৩৪ জন নিহত ও শতাধিক মানুষ আহত হয়েছেন। এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন পশ্চিমা দেশগুলোর শীর্ষ নেতারা। তারা রুশ আগ্রাসন ঠেকাতে ইউক্রেনকে আরও সহায়তা দেওয়ার বিষয়ে আলোচনা শুরু করেছেন।

সোমবার (১৪ এপ্রিল) সকালে লুক্সেমবার্গে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠকে বসেন। বৈঠকে ইউক্রেন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয় এবং রাশিয়ার বিরুদ্ধে সম্মিলিতভাবে কী পদক্ষেপ নেওয়া যেতে পারে তা নিয়ে আলোচনা হয়।

পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক এই হামলাকে রাশিয়ার তথাকথিত যুদ্ধবিরতির উদাহরণ হিসেবে উল্লেখ করেন। জার্মান চ্যান্সেলর ফ্রেডরিখ মার্জ রাশিয়াকে ‘গুরুতর যুদ্ধাপরাধ’ ও ‘বিশ্বাসঘাতকতা’র দায়ে অভিযুক্ত করেন।

ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কূটনীতিক কাজা কালাস বলেন, ভ্লাদিমির পুতিন যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করে চলেছেন এবং রাশিয়ার ওপর সর্বোচ্চ চাপ প্রয়োগের মাধ্যমে ইউক্রেনকে সমর্থন দেওয়ার সময় এসেছে।

পোল্যান্ডের প্রেসিডেন্ট রাদোস্লো সিকোরস্কি এই হামলাকে ‘জঘন্য’ উল্লেখ করে বলেন, এটি প্রেসিডেন্ট ট্রাম্পের শান্তি প্রচেষ্টাকে রাশিয়ার উপহাস করারই একটি দৃষ্টান্ত। তিনি আশা প্রকাশ করেন, মার্কিন প্রশাসন এই ঘটনাকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে এবং রাশিয়ার নেতাদের সদিচ্ছার প্রতি তাদের উপহাসমূলক দৃষ্টিভঙ্গি স্পষ্ট হবে।

এই হামলার প্রেক্ষাপটে ইউরোপজুড়ে উদ্বেগ বাড়ছে এবং আরও কড়া নিষেধাজ্ঞা বা সামরিক সহায়তা নিয়ে আলোচনার সম্ভাবনা তৈরি হয়েছে।

আরো পড়ুন