যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের একাধিক দাবি সোমবার প্রত্যাখ্যান করেছে বিশ্বের অন্যতম প্রভাবশালী উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টির পক্ষ থেকে জানানো হয়, এসব দাবি তাদের একাডেমিক স্বাধীনতার জন্য সরাসরি হুমকি স্বরূপ। এর কিছুক্ষণের মধ্যেই ট্রাম্প প্রশাসন ঘোষণা দেয়- হার্ভার্ডের জন্য বরাদ্দকৃত ২.৩ বিলিয়ন ডলারের ফেডারেল তহবিল স্থগিত করা হয়েছে। খবর: রয়টার্স।
বিশ্ববিদ্যালয়টির প্রেসিডেন্ট অ্যালান গার্বার এক খোলা চিঠিতে জানান, শিক্ষা দপ্তরের করা দাবিগুলো মেনে নেওয়া হলে হার্ভার্ডের ওপর ফেডারেল সরকারের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হতো, যা প্রতিষ্ঠানটির স্বাধীনতা ও মূল্যবোধের পরিপন্থী। তিনি বলেন, “যে দলই ক্ষমতায় থাকুক না কেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর পাঠ্যক্রম, ভর্তি নীতিমালা বা গবেষণার ক্ষেত্র নির্ধারণ করার অধিকার সরকারের থাকা উচিত নয়।”
উল্লেখ্য, গাজা যুদ্ধ চলাকালে যুক্তরাষ্ট্রজুড়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনপন্থী বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এই বিক্ষোভগুলোতে ইহুদিবিদ্বেষ ছড়ানোর অভিযোগ তোলে ট্রাম্প প্রশাসন। এর প্রেক্ষিতে গত মাসে হার্ভার্ডসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রায় ৯ বিলিয়ন ডলারের ফেডারেল অনুদান ও চুক্তি পুনর্বিবেচনার ঘোষণা দেয় তারা। আর এবার হার্ভার্ডের ২.৩ বিলিয়ন ডলারের তহবিল স্থগিতের সিদ্ধান্ত জানানো হয়।
হার্ভার্ড কর্তৃপক্ষ বলছে, এসব দাবির পেছনে রয়েছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোকে “বিপজ্জনক বামপন্থী ঘাঁটি” হিসেবে চিত্রিত করার রাজনৈতিক প্রচেষ্টা।