Ridge Bangla

মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী ৫ দিনের রিমান্ডে

রাজধানীর যাত্রাবাড়ীতে ছাত্রনেতা আসাদুল হক বাবু হত্যা মামলায় বেসরকারি টেলিভিশন চ্যানেল মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (১৮ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়া উদ্দিন আহমেদ এ আদেশ দেন।

এর আগে সিআইডির পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা খান মো. এরফান তাকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়, সাবেক আওয়ামী সরকারের মদদপুষ্ট হয়ে মাই টিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালনের সময় নাসির উদ্দিন সাথী উস্কানিমূলক বক্তব্য ও প্রচারণা চালান। এতে অনুপ্রাণিত হয়ে আওয়ামী লীগের নেতাকর্মী ও আইনশৃঙ্খলা বাহিনী নির্বিচারে গুলি চালায়, যার ফলে আন্দোলনে অংশ নেওয়া আসাদুল হক বাবু নিহত হন।

তদন্ত কর্মকর্তা আরও জানান, নাসির উদ্দিন সাথী তার প্রভাব ও প্রতিপত্তি ব্যবহার করে তৎকালীন সরকারের স্বার্থে বিরোধী দল ও আন্দোলন দমনে কাজ করেছেন। মামলার প্রকৃত ঘটনা উদঘাটন, অজ্ঞাত আসামিদের শনাক্তকরণ ও উদ্দেশ্য পরিষ্কার করার জন্য তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

এ সময় আসামিপক্ষে রিমান্ড বাতিল ও জামিন আবেদন করা হলেও রাষ্ট্রপক্ষ তা প্রত্যাখ্যান করে। শুনানি শেষে আদালত জামিন নাকচ করে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট যাত্রাবাড়ীতে আন্দোলন চলাকালে গুলিবিদ্ধ হয়ে নিহত হন ছাত্রনেতা আসাদুল হক বাবু। এ ঘটনায় নিহতের বাবা জয়নাল আবেদীন ৩০ আগস্ট যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৫ জনকে আসামি করা হয়। নাসির উদ্দিন সাথী এজাহারে ২২ নম্বর আসামি এবং তার ছেলে তৌহিদ আফ্রিদি ১১ নম্বরে রয়েছেন। এর আগে রোববার রাতে গুলশান থেকে নাসির উদ্দিন সাথীকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

আরো পড়ুন