এবার “লাপাত্তা লেডিস” সিনেমার বিরুদ্ধে উঠেছে গল্প চুরির অভিযোগ। গত অক্টোবর মাসে অস্কারের জন্য আমির খান ও কিরণ রাও যুক্তরাষ্ট্রে ছবিটির প্রচার শুরু করেন। সে সময় বিদেশি দর্শকদের কথা মাথায় রেখে ছবির নাম বদলে রাখা হয় “লস্ট লেডিস”। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৯ সালে মুক্তি পেয়েছিল ১৯ মিনিটের একটি স্বল্পদৈর্ঘ্য ছবি “বোরখা সিটি”। ফ্যাব্রিস ব্র্যাক পরিচালিত সেই ছবি থেকে প্রায় পুরো গল্পই নাকি অনুকরণ করেছেন কিরণ রাও। কিছু দৃশ্য নাকি হুবহু মিলেছে ছবির সঙ্গে। ইতিমধ্যেই এই অভিযোগ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে অসন্তোষ।
সোশ্যাল মিডিয়ায় বোরখা সিটি ছবির কয়েকটি দৃশ্য ভাইরাল হয়েছে, যেগুলোর সঙ্গে লাপাত্তা লেডিস ছবির একাধিক দৃশ্যের সাদৃশ্য লক্ষ করা গেছে। “দ্য স্কিন ডিরেক্টর” নামের এক্স অ্যাকাউন্ট থেকে বোরখা সিটি সিনেমার ক্লিপ শেয়ার করে ক্যাপশনে লেখা হয়, “কিরণ রাও পরিচালিত লাপাত্তা লেডিস অস্কারের জন্য মনোনীত হয়েছিল মৌলিক গল্পের সিনেমা হিসেবে। তবে এটি ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত আরবি সিনেমা বোরখা সিটি-র রিমেক বলে মনে হচ্ছে।”
বিতর্ক ছড়িয়ে পড়ার পর ছবিটি নিয়ে কটাক্ষের ঝড় উঠেছে। যদিও এখন পর্যন্ত পরিচালক কিরণ রাও এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।
তবে এই প্রথম নয়। এর আগে ভারতীয় পরিচালক অনন্ত মহাদেবন অভিযোগ করেছিলেন যে, তার ছবি “ঘুঙট কে পট খোল”-এর অনুকরণেই তৈরি লাপাত্তা লেডিস। যদিও সেই সময় কিরণ রাও জানিয়েছিলেন, তিনি মহাদেবনের ওই ছবি দেখেননি। কিরণ তার ছবিতে পিতৃতন্ত্র থেকে নারীর ক্ষমতায়ণের বিষয়টির ওপর গুরুত্ব দিয়েছেন বলে দাবি করেন।
এর আগে কিরণ রাও বলেছিলেন, নিজের পরিচালিত ছবি অস্কারে দেশের প্রতিনিধিত্ব করছে বলে তিনি গর্বিত। শেষ পর্যন্ত যদিও ছবিটি পুরস্কার পায়নি, তবে দেশে-বিদেশে প্রশংসা কুড়িয়েছে সারল্যে ভরা এই নির্মাণ।