বাংলাদেশের জন্য দেওয়া ট্রানশিপমেন্ট সুবিধা বাতিল করেছে ভারত। এই সিদ্ধান্তের ফলে ভারতের স্থলবন্দর ব্যবহার করে তৃতীয় দেশে পণ্য রপ্তানির পথ বন্ধ হয়ে গেল, যা বিশ্ব বাণিজ্য সংস্থার (WTO) নীতিমালারও লঙ্ঘন বলে মনে করছেন বিশ্লেষকরা।
মঙ্গলবার (৮ এপ্রিল) ভারতের কেন্দ্রীয় পরোক্ষ কর ও শুল্ক বোর্ড (CBIC) এক বিজ্ঞপ্তিতে জানায়, ২০২০ সালের ২৯ জুন জারি করা সার্কুলারটি প্রত্যাহার করা হয়েছে। ওই সার্কুলারের মাধ্যমে বাংলাদেশের পণ্য ভারত হয়ে তৃতীয় দেশে রপ্তানির অনুমতি দেওয়া হয়েছিল।
এর ফলে বাংলাদেশের জন্য নেপাল, ভূটান এবং মিয়ানমারের মতো ল্যান্ডলকড দেশগুলোর সঙ্গে স্থলপথে সহজ বাণিজ্যের সুযোগ বন্ধ হয়ে যাবে। নতুন সার্কুলারে বলা হয়েছে, অবিলম্বে এই ব্যবস্থা কার্যকর হবে। তবে পূর্বের অনুমতিতে যে পণ্য ভারতের অভ্যন্তরে প্রবেশ করেছে, তা আগের নিয়মেই ভারত ত্যাগ করতে পারবে।
বিশ্লেষকরা বলছেন, ভারতের এই পদক্ষেপ WTO-এর সাধারণ শুল্ক ও বাণিজ্য চুক্তির (GATT) ৫ নম্বর অনুচ্ছেদের পরিপন্থী। উক্ত অনুচ্ছেদ অনুযায়ী, সদস্য দেশগুলোকে ল্যান্ডলকড দেশের জন্য মুক্ত ট্রানজিট সুবিধা প্রদান করতে হবে।
বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের চীন সফরের পরপরই ভারতের এমন সিদ্ধান্ত রাজনৈতিক ইঙ্গিত বহন করতে পারে। এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশ, নেপাল ও ভূটানের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক ও আঞ্চলিক বাণিজ্য জোট গঠনের প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হতে পারে।