Ridge Bangla

ট্রাম্পের শুল্কনীতি নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ, আশঙ্কা বিশ্বমন্দার

trump tariffs

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্কনীতি নিয়ে বিশ্বজুড়ে অর্থনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে। ট্রাম্প রোববার বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক সংক্রান্ত সমঝোতা চাইলে অন্য দেশগুলোকে “মোটা অঙ্কের অর্থ” দিতে হবে। তার ভাষায়, এই শুল্কনীতি বিশ্ববাণিজ্যের জন্য একটি “ওষুধ”। তবে বিনিয়োগকারীরা বিষয়টিকে বিপরীতভাবে দেখছেন।

ট্রাম্পের এই ঘোষণার পর সোমবার সকালেই এশিয়ার বড় বড় শেয়ারবাজারে ব্যাপক ধস নামে। হংকং, জাপান, চীন ও দক্ষিণ কোরিয়ার বাজারে সূচক ৪ থেকে ১০ শতাংশ পর্যন্ত পড়ে যায়। যুক্তরাষ্ট্রের ছুটির পর বাজার খোলামাত্রই এই পতন শুরু হয়। একইসঙ্গে মার্কিন শেয়ারবাজারেও নিম্নমুখী প্রবণতা লক্ষ্য করা গেছে।

বিশ্লেষকরা আশঙ্কা করছেন, ট্রাম্পের শুল্কনীতির ফলে বিশ্বজুড়ে দ্রব্যমূল্য বাড়বে, ভোক্তার চাহিদা কমে যাবে এবং বিনিয়োগকারীদের আস্থা হ্রাস পাবে, যা একটি নতুন বিশ্বমন্দার সূচনা করতে পারে।

যদিও ট্রাম্প এই নীতিকে বাণিজ্য সংস্কারে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন, তবে বৈশ্বিক অর্থনীতির উপর এর সম্ভাব্য নেতিবাচক প্রভাব নিয়ে এখনই বেশ কিছু প্রশ্ন উঠতে শুরু করেছে।

আরো পড়ুন