Ridge Bangla

দেশের অর্থনীতিতে স্বস্তির বার্তা: জিডিপি প্রবৃদ্ধি আবার ঊর্ধ্বমুখী

bangladesh gdp

চলতি অর্থবছরের অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে বাংলাদেশের সামষ্টিক অর্থনীতিতে কিছুটা স্বস্তি ফিরে এসেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, তিন প্রান্তিকের নিম্নমুখী ধারা কাটিয়ে এই প্রান্তিকে দেশের জিডিপি প্রবৃদ্ধি ৪.৪৮ শতাংশে উন্নীত হয়েছে।

এর আগে, জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে দেশে রাজনৈতিক অস্থিরতা ও বাণিজ্যে শ্লথগতির কারণে জিডিপি প্রবৃদ্ধি কমে দাঁড়ায় মাত্র ১.৮১ শতাংশে, যা ছিল সাম্প্রতিক সময়ে সর্বনিম্ন।

বিবিএসের তথ্যমতে, অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে ভোক্তামূল্য সমন্বিত স্থির দামে মোট মূল্য সংযোজন (Gross Value Added) হয়েছে ৮ লাখ ৮৬ হাজার ৭৭৫ কোটি টাকা। যেখানে পূর্ববর্তী প্রান্তিকে এই পরিমাণ ছিল ৮ লাখ ৪ হাজার ৯৪২ কোটি টাকা। অর্থাৎ, এক প্রান্তিকে প্রায় ৮২ হাজার কোটি টাকার বেশি মূল্য সংযোজন হয়েছে, যা প্রবৃদ্ধির বড় ইঙ্গিত দেয়।

প্রবৃদ্ধির বিশ্লেষণে দেখা যায়:

  • শিল্প খাতে প্রবৃদ্ধি হয়েছে ৭.১০ শতাংশ, যা সব খাতের মধ্যে সর্বোচ্চ।
  • সেবা খাতের প্রবৃদ্ধি ৩.৭৮ শতাংশ।
  • কৃষি খাত ছিল তুলনামূলকভাবে দুর্বল, যেখানে প্রবৃদ্ধি হয়েছে মাত্র ১.২৫ শতাংশ।

অর্থনীতিবিদরা বলছেন, প্রান্তিক এই উত্তরণ দেশীয় বিনিয়োগ ও বাণিজ্য পরিবেশের ধীরে ধীরে স্থিতিশীলতার দিকেই অগ্রসর হওয়ার ইঙ্গিত দিচ্ছে। তবে তারা সতর্ক করেছেন, প্রবৃদ্ধির এই গতি ধরে রাখতে হলে রাজনৈতিক স্থিতিশীলতা, ব্যবসায়িক সহায়তা এবং কৃষিখাতে পুনরুজ্জীবন নিশ্চিত করতে হবে।

আরো পড়ুন