বর্তমান সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী সাবরিনা পড়শী সংগীতে ১৬ বছরের দীর্ঘ ক্যারিয়ারে উপহার দিয়েছেন বহু জনপ্রিয় গান। পাশাপাশি নাটকে অভিনয় করেও দর্শকপ্রিয়তা পেয়েছেন তিনি। এবার নিজের প্রযোজনায় নাটক নির্মাণ শুরু করেছেন এই গায়িকা-অভিনেত্রী।
অনেক আগেই নাটক প্রযোজনার ঘোষণা দিয়েছিলেন পড়শী, যা বাস্তবে রূপ পেয়েছে ‘প্রেমেরই পরশে’ নাটকের মাধ্যমে। মহিদুল মহিমের গল্প, চিত্রনাট্য ও পরিচালনায় নির্মিত এই নাটকে পড়শীর বিপরীতে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান। ইউটিউবে গত মাসে প্রকাশিত হওয়া নাটকটি ইতোমধ্যেই প্রায় ৬০ লাখ ভিউ অতিক্রম করেছে।
পড়শী জানান, “এটা ছিল আমার প্রযোজনায় প্রথম নাটক। এক্সপেরিমেন্টাল কাজ ছিল। অনেক কিছু বুঝিনি, তবে অভিজ্ঞতা হয়েছে। এবার দ্বিতীয় নাটকের প্রস্তুতি নিচ্ছি। এটি পরিচালনাও করবেন মহিম ভাই। এখন গল্প তৈরির কাজ চলছে।”
এত ব্যস্ততার মধ্যেও চলচ্চিত্রে অভিনয়ের বিষয়ে একেবারেই আগ্রহী নন পড়শী। তার ভাষায়, “চলচ্চিত্রের অনেক প্রস্তাব পাই। কিন্তু আপাতত গান আর নাটক নিয়েই থাকতে চাই। নিজের প্রোডাকশন প্রতিষ্ঠা করেছি, নাটকে দীর্ঘ সময় কাজ করতে চাই। বছরে অন্তত তিনটি নাটক নির্মাণ করব।”
সিনেমা প্রসঙ্গে আরও বলেন, “সিনেমার পোকা মাথায় ঢোকাতে চাই না। আমি এ মাধ্যমে আগ্রহী নই।”
উল্লেখ্য, একমাত্র ‘মেন্টাল’ ছবিতে অতিথি চরিত্রে দেখা গিয়েছিল পড়শীকে। গত দশ বছরে আর কোনো চলচ্চিত্রে তাকে দেখা যায়নি। ভবিষ্যতেও সিনেমায় কাজের কোনো পরিকল্পনা নেই বলেই স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন তিনি।
গান ও নাটকের জগতেই নিজেকে স্থায়ীভাবে প্রতিষ্ঠিত করতে চান পড়শী, এবং দর্শক-শ্রোতারা তাকে এই মাধ্যমেই দেখতে চাচ্ছেন বলেও জানান তিনি।