Ridge Bangla

৫ আগস্ট আশুলিয়ায় লাশ পোড়ানো মামলায় ১৬ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সাভারের আশুলিয়ায় আন্দোলনকারীদের ওপর সংঘটিত হত্যাকাণ্ড ও লাশ পুড়িয়ে ফেলার ঘটনায় সাবেক সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলামসহ ১৬ জনকে অভিযুক্ত করে তদন্ত প্রতিবেদন দাখিল করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন।

বুধবার (২ জুলাই) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২–এ এই বর্বরোচিত ঘটনার প্রতিবেদন আনুষ্ঠানিকভাবে জমা দেওয়া হয়। এর আগে, সাতজন আসামিকে প্রিজন ভ্যানে করে আদালতে হাজির করা হয়। জানা গেছে, প্রতিবেদনটি প্রসিকিউশনের হাতে পৌঁছায় ১৯ জুন।

ঘটনার বিবরণ অনুযায়ী, গত বছরের ৫ আগস্ট বিকেল ৩টার দিকে আশুলিয়া থানা সংলগ্ন এলাকায় আন্দোলনরত ছয়জনকে লক্ষ্য করে পুলিশ গুলি চালায়। এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন এবং একজন গুরুতর আহত হন। পরে নিহত ও আহতদের পুলিশি গাড়িতে তুলে, সেখানে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়।

নিহতদের মধ্যে ছিলেন সাজ্জাদ হোসেন (সজল), আস সাবুর, তানজীল মাহমুদ সুজয়, বায়েজিদ বুসতামি ও আবুল হোসেন। একজনের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

২০২৪ সালের ১১ সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই মানবতাবিরোধী অপরাধের মামলাটি দায়ের হয়। তদন্তে উঠে আসা ১৬ জন অভিযুক্তের মধ্যে বর্তমানে ১১ জনের পরিচয় প্রকাশ করেছে প্রসিকিউশন। এদের মধ্যে আটজন কারাগারে এবং সাতজনকে বুধবার আদালতে হাজির করা হয়।

অভিযুক্তরা হলেন:

  • সাবেক এমপি মুহাম্মদ সাইফুল ইসলাম

  • সাভার সার্কেলের তৎকালীন অতিরিক্ত পুলিশ সুপার মো. শহিদুল ইসলাম

  • ঢাকা জেলার প্রাক্তন অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ হিল কাফি

  • আশুলিয়া থানার সাবেক ওসি এ এফ এম সায়েদ (রনি)

  • ঢাকা ডিবি (উত্তর)-এর প্রাক্তন পরিদর্শক মো. আরাফাত হোসেন

  • আশুলিয়া থানার সাবেক উপপরিদর্শক আবদুল মালেক

  • উপপরিদর্শক আরাফাত উদ্দীন

  • উপপরিদর্শক শেখ আবজালুল হক

  • উপপরিদর্শক বিশ্বজিৎ সাহা

  • উপপরিদর্শক কামরুল হাসান

  • কনস্টেবল মুকুল চোকদার

তদন্ত প্রতিবেদনে এই হত্যাকাণ্ডকে পূর্বপরিকল্পিত ও রাষ্ট্রীয় মদদে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ হিসেবে আখ্যায়িত করা হয়েছে। বর্তমানে মামলার বিচারিক প্রক্রিয়া চলমান রয়েছে।

আরো পড়ুন