Ridge Bangla

মা হচ্ছেন না সোনাক্ষী, জানালেন নিজেই গুজবের সত্যতা

সম্প্রতি বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহাকে ঘিরে একাধিক গুজব ছড়িয়ে পড়ে। প্রথমে শোনা যায়, তিনি করোনায় আক্রান্ত হয়েছেন। এরপর আরও একটি গুঞ্জন সামনে আসে—সোনাক্ষী নাকি মা হতে চলেছেন! তবে এসবের অবসান ঘটিয়ে এবার নিজেই মুখ খুলেছেন এই অভিনেত্রী। স্পষ্ট ভাষায় তিনি জানিয়েছেন, তিনি অন্তঃসত্ত্বা নন।

গত বছরের ২৩ জুন অভিনেতা জাহির ইকবালের সঙ্গে আইনি বিয়েতে আবদ্ধ হন সোনাক্ষী। বিয়ের এক বছর পূর্ণ না হতেই তাদের প্রথম সন্তানের প্রত্যাশা নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা গুঞ্জন ছড়াতে থাকে। এমনকি শোনা যায়, তারা নাকি নতুন অধ্যায়ের জন্য প্রস্তুতিও নিচ্ছেন। এসব নিয়ে বিরক্তি প্রকাশ করেছেন সোনাক্ষী।

তিনি বলেন, “আমি এখন এমন একটা জায়গায় এসেছি, যেখানে এসব নাক গলানো মন্তব্যকে আমি পাত্তা দিই না। যখন কাজ থাকে না, আমি খুব শান্তিতে থাকি। আর যখন কাজ থাকে, তখন চাপ থাকলেও তা নিজের মতো করে সামলে নিই।”

তিনি আরও যোগ করেন, “আপনি যাই করুন না কেন, কারো না কারো কিছু বলার থাকে। আমি যদি সাদা পোশাক পরি, কেউ বলবে এটা আসলে কালো! তাই এসব কথায় কান না দিয়ে নিজের মতো করে জীবন উপভোগ করাটাই শ্রেয়।”

উল্লেখ্য, সোনাক্ষী ও জাহিরের বিয়ে শুরু থেকেই সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, বিশেষ করে তাদের ভিন্নধর্মীয় সম্পর্কের কারণে। তবে সব সমালোচনার মাঝেও তারা নিজেদের মতো করেই সংসার করছেন। বর্তমানে এই তারকা দম্পতি বৈবাহিক জীবনের এক বছর পূর্তি উদযাপন করছেন এবং সন্তান নিয়ে ছড়ানো গুজবকে সোনাক্ষী সময়ের অপচয় বলেই মনে করছেন।

আরো পড়ুন