Ridge Bangla

পারিশ্রমিক দ্বিগুণ করলেন শ্রীলীলা, আলোচনার কেন্দ্রবিন্দুতে দক্ষিণী অভিনেত্রী

দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের আলোচিত ও প্রতিশ্রুতিশীল নায়িকা শ্রীলীলা আবারও শিরোনামে এসেছেন, এবার আকাশছোঁয়া পারিশ্রমিক নিয়ে। টলিউডসহ গোটা ভারতীয় বিনোদনজগতে এই নিয়ে চলছে ব্যাপক আলোচনা।

২০১৯ সালে ‘কিস’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় শ্রীলীলার। তবে ২০২১ সালে রোশান মেকারের বিপরীতে অভিনীত ‘পেলি সানডা ডি’ সিনেমায় নজরকাড়া অভিনয়ের মাধ্যমে দর্শকমনে জায়গা করে নেন তিনি। ওই ছবিতে মাত্র ৫ লাখ রুপিতে কাজ করেও ৮ কোটি টাকার বাজেটের ছবিটি এনে দেয় ২০ কোটির ব্যবসা।

এরপর থেকেই বেড়েছে তার জনপ্রিয়তা এবং সঙ্গে সঙ্গে পারিশ্রমিকও। গত বছর তিনি এক সিনেমার জন্য ১ কোটি রুপি নিয়েছিলেন। পরবর্তীতে সেই পারিশ্রমিক একধাপে বেড়ে ৩.৫ থেকে ৪ কোটি রুপিতে পৌঁছায়। তবে এখন নতুন এক প্রজেক্টের জন্য শ্রীলীলা ৭ কোটি রুপি পারিশ্রমিক দাবি করছেন, যা বাংলাদেশি মুদ্রায় ১০ কোটিরও বেশি।

সম্প্রতি আল্লু অর্জুন অভিনীত ‘পুষ্পা টু’ সিনেমার আইটেম গানে পারফর্ম করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন শ্রীলীলা। ওই গানের জন্য তিনি নিয়েছেন ২ কোটি রুপি পারিশ্রমিক। গানে তার পারফরম্যান্স দর্শকদের মধ্যে দারুণ সাড়া ফেলেছে।

বর্তমানে শ্রীলীলার হাতে রয়েছে একাধিক ভাষার সিনেমার কাজ, যার মধ্যে রয়েছে—তেলেগু ভাষার ‘জুনিয়র’ ও ‘ম্যাস যাত্রা’ (শুটিং সম্পন্ন), হিন্দি ভাষার ‘আশিকি থ্রি’, তামিল ভাষার ‘পরাশক্তি’, তেলেগুর ‘ওস্তাদ ভগত সিং’ এবং ঘোষিত প্রজেক্ট ‘লেনিন’।

২০০১ সালের ১৪ জুলাই যুক্তরাষ্ট্রের মিশিগানে জন্ম নেওয়া শ্রীলীলা পেশায় চিকিৎসা শিক্ষার্থী ছিলেন। তবে পরে ভারতে ফিরে অভিনয়ের প্রতি ঝোঁক থেকে চলচ্চিত্রকে নিজের ক্যারিয়ার হিসেবে বেছে নেন। অসামান্য রূপ, প্রতিভা ও কঠোর পরিশ্রমের ফলে তিনি আজ দক্ষিণী সিনেমার সবচেয়ে কাঙ্ক্ষিত তারকাদের একজন হিসেবে প্রতিষ্ঠা পেয়েছেন।

আরো পড়ুন