Ridge Bangla

ময়মনসিংহে ‘সাবেক’ স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যা

ময়মনসিংহ নগরীতে পারিবারিক বিরোধের জেরে এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১ জুলাই) ভোররাতে নগরের গুলকীবাড়ি এলাকায় এক ব্যক্তি তার সাবেক স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার পর নিজেই আত্মহত্যা করেন।

নিহতরা হলেন—সেনবাড়ি এলাকার ওমান প্রবাসী রাকিবুল করিম (৫০) এবং তার সাবেক স্ত্রী রওশন আক্তার (৪২)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রওশন আক্তার তার কনিষ্ঠ কন্যাকে নিয়ে গুলকীবাড়ি এলাকায় একটি ভাড়া বাসায় সাবলেট হিসেবে বসবাস করতেন। এই দম্পতির দুই মেয়ে রয়েছে। বড় মেয়ে ঢাকায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং ছোট মেয়ে ময়মনসিংহ ক্যান্টনমেন্ট কলেজে উচ্চমাধ্যমিকে অধ্যয়নরত।

তিন মাস আগে পারিবারিক কলহের জেরে রওশন আক্তার তার স্বামী রাকিবুল করিমকে তালাক দেন। এরপর গত ২৪ জুন ওমান থেকে দেশে ফেরেন রাকিবুল। ধারণা করা হচ্ছে, এ সময় থেকেই তিনি সাবেক স্ত্রীর ওপর হামলার পরিকল্পনা করে আসছিলেন।

মঙ্গলবার ভোরে রাকিবুল তার সাবেক স্ত্রীর বাসায় প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে রওশনকে আঘাত করেন। হামলার সময় ছোট মেয়ে রোজা আক্তার ভয়ে পাশের কক্ষে আশ্রয় নেয়। স্ত্রীকে হত্যার পর রাকিবুল নিজের মেয়েকে জমি-জমার কাগজপত্র বুঝিয়ে দিয়ে অন্য একটি কক্ষে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনের মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আবদুল্লাহ আল মামুন জানান, প্রাথমিকভাবে এটি পারিবারিক কলহ থেকে উদ্ভূত হত্যাকাণ্ড ও আত্মহত্যার ঘটনা বলে ধারণা করা হচ্ছে।

আরো পড়ুন