Ridge Bangla

সব বিভেদ ভুলে ফের একসাথে হিরো আলম ও রিয়ামনি

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম ও তার স্ত্রী রিয়ামনি সব দূরত্ব ভুলে আবার একসঙ্গে হয়েছেন। কয়েকদিন আগেই ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন হিরো আলম। তার আগে তৃতীয় স্ত্রী রিয়ামনির বিরুদ্ধে মামলাও দায়ের করেছিলেন তিনি। তবে এসব ঘটনার রেশ কাটিয়ে নতুন করে শুরু করতে যাচ্ছেন এই আলোচিত দম্পতি।

মঙ্গলবার (১ জুলাই) রিয়ামনি নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করেন, যেখানে তাকে হিরো আলমের সঙ্গে দেখা যায়। তাদের হাতে ছিল একটি স্ট্যাম্প দলিল এবং পাশে ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আতিকুর রহমান খান।

ছবিটি পোস্ট করার পর রিয়ামনির অনুরাগীরা নানা প্রতিক্রিয়া জানাতে থাকেন। কেউ অভিনন্দন ও শুভকামনা জানিয়ে লেখেন, ‘নতুন করে জীবন শুরু করো, শুভকামনা রইল।’ কেউ কেউ আবার সমালোচনাও করেছেন। একজন লিখেছেন, ‘আবার কি নতুন কোনো নাটক শুরু করছো?’

পরে হিরো আলম নিজেও ছবিটি তার টাইমলাইনে শেয়ার করেন, যার ফলে বিষয়টি আরও স্পষ্ট হয়ে ওঠে যে তারা সম্পর্কের টানাপোড়েন কাটিয়ে এক হয়েছেন।

উল্লেখ্য, গত শুক্রবার বগুড়ার ধুনট উপজেলায় এক বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়ে হিরো আলম ঘুমের ওষুধ সেবন করে আত্মহত্যার চেষ্টা করেন। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তার ওই মানসিক বিপর্যয়ের পেছনে পারিবারিক দ্বন্দ্বকে অন্যতম কারণ হিসেবে ধরা হয়। বর্তমানে হিরো আলম সুস্থ রয়েছেন এবং রিয়ামনির সঙ্গে নতুনভাবে সংসার শুরু করছেন বলে জানা গেছে।

আরো পড়ুন