বাংলাদেশ ক্রিকেটের গর্ব মুস্তাফিজুর রহমান, যিনি ‘কাটার মাস্টার’ নামে পরিচিত, আজ পাকিস্তানের ব্যাটিং লাইনআপকে তার কাটার ও স্লোয়ারে কুপোকাত করেছেন। শুধু প্রতিপক্ষকে নাস্তানাবুদ করেই থামেননি, গড়েছেন একটি অনন্য রেকর্ডও।
পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম খেলায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মোস্তাফিজ ৪ ওভার বোলিং করে মাত্র ৬ রান দিয়ে ২টি উইকেট তুলে নেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৪ ওভারের কোটা পূরণ করে এত কম রান দিয়ে বোলিংয়ের রেকর্ড এটিই বাংলাদেশের ইতিহাসে সেরা।
পাকিস্তানি ব্যাটসম্যানরা তার গতির পরিবর্তন, স্লোয়ার এবং কাটারে একেবারে বিভ্রান্ত হয়ে পড়েন। এর আগে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে নেপালের বিপক্ষে ৪ ওভারে ৭ রান দিয়ে ৩ উইকেট নিয়েছিলেন তিনি। সেই ম্যাচে তানজিম সাকিবও সমান রান দিয়ে ৩ উইকেট নিয়েছিলেন। এবার মোস্তাফিজ আরও একধাপ এগিয়ে ১ রান কম দিয়ে রেকর্ডটি নিজের করে নিয়েছেন।
এদিন মোস্তাফিজ আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের ১১০তম ম্যাচে তার ১৩৮তম উইকেট শিকার করেন। এছাড়া তিনি বাংলাদেশের হয়ে ওয়ানডে ফরম্যাটে ১১২ ম্যাচে ১৭৫টি এবং টেস্টে ১৫ ম্যাচে ৩১টি উইকেট শিকার করেছেন।
সব মিলিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে (আন্তর্জাতিক ও ফ্র্যাঞ্চাইজি মিলিয়ে) ২৮৭ ম্যাচে মোস্তাফিজ শিকার করেছেন ৩৫৯টি উইকেট। তার ধারাবাহিকতা ও দক্ষতা তাকে বাংলাদেশের অন্যতম সেরা পেসার হিসেবে প্রতিষ্ঠিত করেছে।