প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘মানবজাতির কলঙ্ক’ আখ্যায়িত করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তাকে কোনোদিন ক্ষমা করা যাবে না এবং তার বিচার হবেই।
রোববার (২০ জুলাই) রাজধানীর শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর প্রাঙ্গণে আয়োজিত ‘গণঅভ্যুত্থান ২০২৪: জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা সবুজ পল্লবে স্মৃতি অম্লান’ শীর্ষক এক কর্মসূচিতে তিনি এ মন্তব্য করেন।
জুলাই আন্দোলনে শহীদ এক মায়ের আর্তনাদের উল্লেখ করে তিনি বলেন, “যে সন্তানকে দেখে একটি পরিবার স্বপ্ন দেখেছিল, তাকে নির্মমভাবে গুলি করে হত্যা করা হয়েছে। পরে মরদেহ ভ্যানে তুলে অন্যদের সঙ্গে আগুনে পুড়িয়ে ফেলা হয়েছে। এটা কি কোনো স্বাধীন দেশের কাজ?”
মির্জা ফখরুল বলেন, “যাদের বেতন চলে জনগণের ট্যাক্সের টাকায়, সেই পুলিশের হাতেই আজ আমাদের সন্তানরা পুড়িয়ে মারা হচ্ছে। এই নির্মমতা ও পাশবিকতার জন্য শেখ হাসিনাকে কোনোদিন ক্ষমা করা যাবে না। তার বিচার হবেই।”
তিনি জানান, আন্দোলনে শহীদ ও আহতদের পাশে দাঁড়াতে বিএনপি একটি সহায়তা তহবিল (ফান্ড) গঠনের উদ্যোগ নিচ্ছে। “আজই ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে বলব যেন আহত ও শহীদ পরিবারের পাশে দাঁড়ানোর জন্য আনুষ্ঠানিকভাবে ফান্ড গঠন করা হয়। ইতোমধ্যেই ‘আমরা বিএনপি পরিবার’ এই কাজে পাশে আছে,” বলেন তিনি।