অভিনয়ে যেমন জনপ্রিয়, তেমনি পরিচালনাতেও নিজের মেধার স্বাক্ষর রেখেছেন মীর সাব্বির। বহু দর্শকপ্রিয় নাটক পরিচালনার পর ২০২১ সালের ৩১ ডিসেম্বর তিনি প্রথম চলচ্চিত্র নির্মাণ করেন সরকারি অনুদানে নির্মিত ‘রাত জাগা ফুল’ দিয়ে। গ্রামীণ পটভূমিতে নির্মিত রহস্যময় গল্পের এই সিনেমায় ‘রইস পাগলা’ চরিত্রে অভিনয় করে দর্শক হৃদয় জয় করেন তিনি। প্রকৃতি, পরিবেশ ও রহস্য মিলিয়ে গড়ে ওঠা এই ছবির জন্য তিনি পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেতার স্বীকৃতি।
চার বছর পর আবারও সিনেমা নির্মাণে ফিরছেন মীর সাব্বির। তার দ্বিতীয় চলচ্চিত্রের নাম প্রাথমিকভাবে ঠিক করা হয়েছে ‘কুটু’। এবারের ছবিটিও গ্রামীণ পটভূমির সহজ-সরল মানুষের গল্পকে ঘিরে। ইতোমধ্যে চিত্রনাট্য ও গান তৈরির কাজ শেষ করেছেন তিনি।
এক সাক্ষাৎকারে মীর সাব্বির বলেন, “‘রাত জাগা ফুল’-এ শহরের গল্প কিছুটা ছিল। কিন্তু ‘কুটু’ পুরোপুরি গ্রামকেন্দ্রিক। মানুষের সরলতা আর মানবিক গল্প দর্শকদের সামনে তুলে ধরতে চাই।” তিনি আরও জানান, কাস্টিং এখনও চূড়ান্ত হয়নি, তবে নতুন মুখ আনার আগ্রহ রয়েছে তার। খুব শিগগিরই ছবির শুটিং শুরুর পরিকল্পনা করছেন এবং দ্রুত মুক্তি দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।
এছাড়া তিনি বর্তমানে কাজ করছেন একটি নতুন ধারাবাহিক নাটকের ওপর। নাটকটির নাম ‘রেমিট্যান্স যোদ্ধা’, যা নির্মিত হচ্ছে প্রবাসী শ্রমিকদের জীবনকে কেন্দ্র করে। নাটকটির চিত্রনাট্য লিখেছেন শাহাবুদ্দিন আহমেদ, আর পরিচালনায় আছেন মীর সাব্বির নিজেই। দেশ ও বিদেশ—উভয় জায়গাতেই নাটকটির শুটিং হবে।
মীর সাব্বির বলেন, “এই ধারাবাহিকটি হৃদয়ছোঁয়া একটি গল্প নিয়ে তৈরি হচ্ছে। এটি দর্শকদের মন ছুঁয়ে যাবে বলেই বিশ্বাস করি।” তার নতুন সিনেমা ও নাটক নিয়ে ইতোমধ্যে দর্শকদের মাঝে রয়েছে ব্যাপক আগ্রহ।